
৬ ফিলিস্তিনিকে গুলি চালিয়ে হত্যা করল ইসরায়েল
অধিকৃত পশ্চিম তীরে পৃথক অভিযানে অন্তত পাঁচজন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও একজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার উত্তর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় তাদের হামলায় চারজন ফিলিস্তিনি নিহত হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, অভিযানে আরও প্রায় ৩০ জন আহত হয়েছে।
অপরদিকে আজ বুধবার ভোরে দ্বিতীয় অভিযানে জেরিকোর আকাবাত জাবরের শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় সেনারা ১৯ বছর বয়সী এক ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালায়। অভিযোগ উঠেছে, ওই যুবক ইসরায়েলি সেনাদের দিকে বিস্ফোরক নিক্ষেপ করছিল।
এছাড়া গাজা উপত্যকায় ২৫ বছর বয়সী একজন ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি মিডিয়া বিষয়টি জানালেও ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় হত্যার বিষয়টি নিশ্চিত করেনি।