প্রধান খবরযুক্তরাষ্ট্র

৭০ হাজার কোটি মার্কিন ডলারের ফান্ডিং বিলে স্বাক্ষর করলেন বাইডেন

৭০ হাজার কোটি মার্কিন ডলারের ফান্ডিং বিল পাশ হয়েছে। সংসদের দুই কক্ষে পাশের পর বিলে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

এই বিলে ইউক্রেনকে সাহায্য করা ছাড়াও সেনাবাহিনীর জন্য বরাদ্দ বাড়ানোর কথা আছে। এছাড়া কিছু নীতিগত পরিবর্তনও হবে। এর মধ্যে অন্যতম হলো- উনিশ শতকের ইলেকটোরাল কাউন্ট অ্যাক্টের পরিবর্তন। ক্যাপিটল হিলের ঘটনা, ট্রাম্পের আচরণের পর এই পরিবর্তন জরুরি বলে মনে করছে ডেমোক্র্যাটরা।

প্রেসিডেন্ট বাইডেন এই বিলে স্বাক্ষর করার ফলে আগামী আর্থিক বছরে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করা নিশ্চিত হলো। এই বিলের মধ্যে রেকর্ড সামরিক ব্যয়ের কথা আছে। ইউক্রেন ও ন্যাটো দেশগুলোকে সাহায্য করার জন্য অর্থও বরাদ্দ আছে।

চার হাজার পাতার বিলে বিকলাঙ্গ শিক্ষার্থীদের অতিরিক্ত আর্থিক সাহায্য দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া কর্মীদের প্রশিক্ষণের জন্য আরও অর্থ বরাদ্দ করা হয়েছে, গার্হস্থ সহিংসতার শিকার, অভিজ্ঞতাসম্পন্ন প্রবীণ এবং পরিবারের জন্য বাড়ি তৈরির অর্থও আছে।

প্রেসিডেন্ট বাইডেন এখন ভার্জিন আইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। সেখান থেকে তিনি টুইট করে বলেছেন, ‘২০২৩ সালে আরও কিছু দেওয়ার অপেক্ষায় আছি।’

বিলটি ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সিনেটে এবং রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা হাউসে পাস হয়েছে। দুই দলই বিলটিকে সমর্থন করেছে। প্রেসিডেন্ট বাইডেনও বিলটিতে স্বাক্ষর করেছেন।

তবে রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি বলেছেন, বিলে খুব বেশি অর্থ খরচ করার কথা বলা হয়েছে। আর বেআইনি অভিবাসীদের রুখতে কোনও ব্যবস্থার কথা বলা হয়নি। আগামী ৩ জানুয়ারি কংগ্রেসের অধিবেশন চালু হলে ম্যাকার্থিরই স্পিকার হওয়ার কথা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension