
শাকেরা বেগম শিমু
নির্ঘুম রাতে দেশের ঐ সীমানায় হানে কোন পরদেশী হানাদার!
সীমান্তের সে অতন্দ্র প্রহরী- জেগে আছে ‘বিডিআর’।
তুমি সকলের চেয়ে যে অনন্য,
তুমি নিয়োজিতো দেশের জন্য,
স্বার্থের টানে যারা দেয়নি কখনো ধরা ভীনদেশী প্রভুদের দ্বার?
সীমান্তের সে অতন্দ্র প্রহরী – জেগে আছে ‘বিডিআর’।
দেশ থেকে সম্পদ করছে পাচার যারা তাদের রুখবে কারা বল,
কাদের রয়েছে এই দীপ্ত চেতনা আর হৃদয়ে সাহস-মনোবল!
ওরা বীর-বীক্রম প্রতিপন্ন,
ওরা প্রহরায় দেশের জন্য,
স্বদেশের সাথে যারা করে গাদ্দারী আজ যমদূত এলো বুঝি তার,
সীমান্তের সে অতন্দ্র প্রহরী – জেগে আছে ‘বিডিআর’।
যেথা যত জুজুবুড়ি, বর্গীর বাহাদুরী, সব ভেঙে করে চুরমার,
প্রতিহত করে সব ভীনদেশী দুশমন, দেশদ্রোহী যত রাজাকার।
স্বদেশে বন্যা কিবা ঘূর্ণিঝড়ে,
সকলে মিলে সেথা হাল যে ধরে,
ভয়কে সে করে জয়, পরোয়া করেনা প্রাণগ্রাসী উত্তাল পারাবার,
সীমান্তের সে অতন্দ্র প্রহরী – জেগে আছে ‘বিডিআর’।