
আব্দুস সালাম
দক্ষিণা পবনে ভেসে আসা তোমার তনুর ঘ্রাণ
আমাকে বড়ই মুগ্ধ করে।
আমাকে ভিন্ন এক জগতে নিয়ে যায়।
সাঁজের বেলায় কুলায়ে ফেরা পাখির গান
কিংবা ভোরের দোয়েলের
শিষ শুধু তোমাকে নয় আমাকেও মুগ্ধ করে।
জোনাকিরা তোমার ঘরে আলো জ্বালাতে এসে ভুল করে
আমার ঘরে ঢুকে পড়ে।
তোমাকে চাঁদ ভেবে নক্ষত্র হয়ে খেলা করে।
আমি শুধু মুগ্ধ নয়নে চেয়ে থাকি বাতায়নে বসি দীর্ঘ রজনী।
হাত বাড়ালেই চাঁদ ধরা যায় তবুও তোমাকে নয়
তোমার আমার মাঝের সমান্তরাল ব্যবধান
লক্ষ যোজন আলোক বর্ষের পথ।
তবুও তুমি অধরা। অধরা তুমি।