
ভীষ্মদেব মণ্ডল
পিতলের বাতি তেলের অভাবে
নিভেগেছে কাল রাতে,
কিছুদিন ধরে একটি টাকাও
জমেনা আমার হাতে।
পরশু শহরে হরতাল ছিল
অবরোধ ছিল কাল,
মুখ ভারকরে বউ বলেগেল
ঘরে নেই চাল ডাল।
রাত পোহালেই কিস্তির টাকা
কেমনে জোগাড় হবে,
দিনমজুরের জীবন যাপন
হয়তো এমন রবে।
তবু বেঁচেথাকি আমরা সবাই
পেটের গোলাম হয়ে,
বস্তির পাশে বস্তি বাড়াই
নতুন সাথীকে লয়ে।