
যুক্তরাষ্ট্র
আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় চীন তাইওয়ানে হামলা করবে না: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তাইওয়ানে আক্রমণ করবে না চীন, এমন দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এক টেলিভিশন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি ক্ষমতায় থাকাকালে তাইওয়ান ইস্যুতে চীন কোনো পদক্ষেপ নেবে না বেইজিং। কারণ এমনটি হলে তার ফলাফল কি হতে পারে সে বিষয়ে অবগত আছে শি জিং পিং প্রশাসন।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে বিবাদমান নানা ইস্যুতে আলোচনা হয় দুই নেতার মধ্যে। এরমধ্যে অন্যতম তাইওয়ান ইস্যু।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অঞ্চলটি নিয়ে উত্তেজনা চলছে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে বেইজিং।
সূত্র: আনাদুলু এজেন্সি।



