
আমেরিকার মোকাবিলায় পাঁচ হাজার রুশ বিমানধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভেনেজুয়েলা
অনেকদিন ধরেই আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে সামরিক উত্তেজনা চলছে। এই আবহে এবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করলেন, আমেরিকার মোকাবিলায় তাঁর দেশ পাঁচ হাজার রুশ বিমানধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ভেনেজুয়েলার ভেতরে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন মাদক পাচার বিরোধী অভিযান এবং ওয়াশিংটনের দীর্ঘদিনের শত্রু মাদুরোকে দুর্বল করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে। ভেনেজুয়েলায়েলা ডি টেলিভিশন (ভিটিভি) সম্প্রচারিত সামরিক কর্মীদের সাথে এক অনুষ্ঠানে মাদুরো বলেন, বিশ্বের যেকোনো সামরিক বাহিনী ইগলা-এস-এর শক্তি সম্পর্কে জানে এবং ভেনেজুয়েলায় কমপক্ষে ৫,০০০ এরও বেশি আছে।রাশিয়ার ইগলা-এস ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকান স্টিংগারের মতো স্বল্প-পাল্লার, কম উচ্চতার সিস্টেম। এগুলো ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মতো আকাশে ছোট লক্ষ্যবস্তু, পাশাপাশি হেলিকপ্টার এবং কম উচ্চতায় উড়ন্ত বিমানগুলোকে গুলি করে ধ্বংস করতে পারে। ইগলা-এস সিস্টেম রপ্তানিকারক রাশিয়ান রাষ্ট্রীয় কোম্পানি রোসোবোরোনেক্সপোর্টের মতে, তাদের পাল্লা ৬,০০০ মিটার পর্যন্ত এবং সর্বোচ্চ ৩,৫০০ মিটার উচ্চতায় লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে।
মাদুরো বলেন, একজন সৈন্য বহন করার মতো হালকা ক্ষেপণাস্ত্রগুলো পাহাড়, শহর সর্বত্র মোতায়েন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করতে এবং সামরিক শক্তি প্রদর্শনের জন্য ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ৪,৫০০ মেরিন এবং নাবিক মোতায়েন করেছে। তারা ক্যারিবীয় উপকূলে নৌকাগুলোতে বেশ কয়েকটি মারাত্মক হামলা চালিয়েছে, যাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে উভয় দলের আইনপ্রণেতারা কথিত ‘নারকো বোট’-এর উপর হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
গত সপ্তাহে, ট্রাম্প বলেছিলেন যে তিনি ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনার জন্য সিআইএকে অনুমোদন দিয়েছেন এবং বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক অভিযান স্থলভাগে সম্প্রসারণের কথা বিবেচনা করছে। মার্কিন কর্মকর্তাদের মতে মাদুরোকে উৎখাতের লক্ষ্যে তীব্রতর মার্কিন অভিযানের অংশ এটি। ট্রাম্প প্রশাসন কয়েক মাস ধরে ভেনেজুয়েলার অভ্যন্তরে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ভিত্তি তৈরি করে মাদক পাচারকারীদের সাথে মাদুরোর সম্পৃক্ততার অভিযোগ তুলেছে । কিন্তু আজ পর্যন্ত, এমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি যে ট্রাম্প সেই পদক্ষেপ নেওয়ার বা সরাসরি ভেনেজুয়েলার নেতাকে লক্ষ্য করার সিদ্ধান্ত নিয়েছেন।
পরিবর্তে, লক্ষ্য ছিল মাদুরোকে নিজে থেকে পদত্যাগ করার জন্য চাপ দেওয়া, একটি সূত্র সিএনএনকে একথা জানিয়েছে। মাদুরো সৈন্যদের পুনঃস্থাপন, লক্ষ লক্ষ মিলিশিয়া সদস্যকে একত্রিত করে এবং এই অঞ্চলে মার্কিন কার্যকলাপের নিন্দা করে প্রতিক্রিয়া জানিয়েছেন। গত সপ্তাহে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে মাদুরো বলেছিলেন, ভেনেজুয়েলার জনগণ “ ঐক্যবদ্ধ এবং সচেতন। ভেনেজুয়েলার শান্তি ও স্থিতিশীলতার বিরুদ্ধে এই প্রকাশ্য ষড়যন্ত্রকে আবারও পরাজিত করার ক্ষমতা আছে।
মাদুরো দাবি করেছেন যে তার স্বেচ্ছাসেবক মিলিশিয়াদের এখন ৮০ লক্ষেরও বেশি রিজার্ভ সৈন্য রয়েছে, যদিও বিশেষজ্ঞরা এই সংখ্যা এবং সৈন্যদের প্রশিক্ষণের মান নিয়ে প্রশ্ন তুলেছেন।
সূত্র : সিএনএন



