খেলা

আর্জেন্টিনার বিশ্বকাপের জার্সি উন্মোচন, দাম ১০০ থেকে ১৮০ ডলার

ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস আসন্ন ২০২৬ বিশ্বকাপের জন্য ২২টি জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন করেছে, যার মধ্যে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সিও রয়েছে। লিওনেল স্ক্যালোনির দল এই নতুন জার্সি পরেই ২০২৬ বিশ্বকাপে খেলবে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইতিহাস, উদ্ভাবন ও অতীত অর্জনের প্রতি শ্রদ্ধার ছাপ রয়েছে লিওনেল মেসিদের এই নতুন জার্সির ডিজাইনে। গতকাল জার্সিগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে অ্যাডিডাস।

তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন এই জার্সিতে তিন তারকার উপস্থিতি প্রত্যাশিতই ছিল। ঐতিহ্যবাহী লম্বা ডোরাগুলোতে তিনটি রঙের আকাশি নীলের ছোঁয়া রয়েছে, যা ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপ জয়ের জার্সি থেকে অনুপ্রাণিত।

জার্সির ঘাড়ের পেছনে খোদাই করে ‘১৮৯৩’ সাল লেখা—এই বছর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রতিষ্ঠিত হয়। বুকের মাঝে থাকা সোনালি প্যাঁচ হলো ২০২২ সালে কাতারে আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ের প্রতীক।

আর্জেন্টিনার জাতীয় দলের এই নতুন জার্সি উন্মোচনে প্রধান মডেল ছিলেন দেশটির কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি। অ্যাডিডাসের ওয়েবসাইট এবং নির্দিষ্ট কিছু দোকানে আজ থেকে জার্সিটি পাওয়া যাচ্ছে। জার্সিটির দাম সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১৮০ ডলার (১২ হাজার থেকে ২২ হাজার টাকা) রাখা হয়েছে।

খেলোয়াড় সংস্করণের জার্সিতে ‘ক্লিমাকুল+’ প্রযুক্তি রয়েছে, যা জার্সির ভেতরে বায়ু চলাচল ও ঘাম শোষণ আরও কার্যকর করে তোলে। জার্মানি, স্পেন, ইতালি, জাপান, মেক্সিকো, কলম্বিয়াসহ ফুটবলে আরও বড় কিছু দলের জার্সিও উন্মোচন করেছে অ্যাডিডাস। অ্যাডিডাসের লক্ষ্য ছিল ‘ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ ঘটানো।’

আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০টায় নতুন এই জার্সিতে অভিষেক হবে আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়দের। জার্মানির জন্য এটি হবে অ্যাডিডাসের শেষ জার্সি, কারণ ২০২৭ সাল থেকে আরেক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে জুটি বাঁধবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension