যুক্তরাষ্ট্র

ইলন মাস্কের বেতন-ভাতা নিয়ে শেয়ারহোল্ডারদের ‘গণভোট’ আজ

যুক্তরাষ্ট্রের বহুজাতিক বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার বার্ষিক সাধারণ সভা (এজিএম)-তে প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য প্রস্তাবিত বিশাল অংকের বেতন-ভাতা প্যাকেজ নিয়ে বৃহস্পতিবার (৬ নভেম্বর) ‘গণভোট’ অনুষ্ঠিত হবে।

এই প্রস্তাবটি পাস হলে মাস্কের বেতন-ভাতার পরিমাণ হবে ১ লাখ কোটি মার্কিন ডলার। তবে এই বেতন পেতে হলে মাস্ককে টেসলার বর্তমান বাজার মূলধন ১.৪ ট্রিলিয়ন বা ১ লাখ ৪০ হাজার কোটি ডলার থেকে ৮.৫ ট্রিলিয়ন বা ৮ লাখ ৫০ হাজার কোটি ডলারে উন্নীত করতে হবে। এর পাশাপাশি কোম্পানির চালকবিহীন ‘রোবোট্যাক্সি’ প্রকল্পের আওতায় বাণিজ্যিকভাবে ১০ লাখ গাড়ি রাস্তায় নামানোর লক্ষ্যও পূরণ করতে হবে।

এসব লক্ষ্য পূরণ করতে পারলে মাস্ক ৪২ কোটি ৩৭ লাখ নতুন শেয়ার পাবেন, যার মূল্য হবে প্রায় ১ লাখ কোটি ডলার। টেসলা ডিজিটাল বিজ্ঞাপনের মাধ্যমে এই প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরে ‘ভোতেৎসলা ডট কম’ ওয়েবসাইটে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বোর্ড চেয়ারম্যান রবিন ডেনহোম এবং পরিচালক ক্যাথলিন উইলসন-থম্পসন মাস্কের প্রশংসা করেছেন।

টেক্সাসের অস্টিনে হতে যাওয়া এই এজিএম-এর আগে মাস্কের প্রস্তাবিত বেতন নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। অনেক বিনিয়োগকারীর মতে, যখন বৈদ্যুতিক গাড়ির বিক্রি কমছে, তখন বসের বেতন বাড়ানো নিয়ে কোম্পানির বিজ্ঞাপন দেওয়া প্রমাণ করে যে কোম্পানিটি দিক হারিয়েছে।

গারবার কাওয়াসাকি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের প্রধান রস গারবার বলেন, টেসলার এখন মূল ব্যবসায়ে ফেরা দরকার, অর্থাৎ বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে মনোযোগ দেওয়া উচিত। মাস্ক তার সামাজিক মাধ্যম এক্স-এ বলেছেন, টেসলার ভাগ্যই ‘সভ্যতার ভবিষ্যৎ প্রভাবিত করতে পারে।’

টেসলার পর্ষদ সদস্য উইলসন-থম্পসন বিবিসি-কে জানান, সাত মাস ধরে বিশেষজ্ঞদের পরামর্শে এই প্রস্তাব তৈরি করা হয়েছে। তবে টেসলার দাবি, বেতন প্রস্তাব অনুমোদিত না হলে মাস্ক হয়তো কোম্পানি ছেড়ে দেবেন এবং তাকে হারানো মানে নেতৃত্ব হারানো।

মাস্কের বেতন নিয়ে বিতর্ক এবারই প্রথম নয়। এর আগে শেয়ারহোল্ডাররা তার জন্য এমন এক প্যাকেজ অনুমোদন করেছিলেন, যেখানে টেসলার বাজারমূল্য ১০ গুণ বাড়লে তিনি ১০ কোটি ডলার পাবেন, এমন শর্ত ছিল, যা তিনি অর্জনও করেছিলেন। কিন্তু ২০২৪ সালে ডেলাওয়ারের এক আদালত রায় দেন যে, পর্ষদের সদস্যরা মাস্কের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ, ফলে চুক্তিটি অবৈধ। ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল এখনো চলছে।

কলাম্বিয়া ল স্কুলের অধ্যাপক ডরোথি লুন্ড বলেন, এমন প্রচারণা সাধারণ ঘটনা নয় এবং টেসলা কোনো সাধারণ কোম্পানিও নয়। ইয়েলের অর্থনীতিবিদ ম্যাথিউ কচেন বলেন, পর্ষদের কাজ সিইওর প্রচারণা চালানো নয়, বরং শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা করা। দুটি বড় বিনিয়োগ পরামর্শক প্রতিষ্ঠান গ্লাস লুইস ও আইএসএস এই বেতন প্যাকেজের বিরোধিতা করেছে।

তাদের মতে, এই বেতন-ভাতা অতিরিক্ত এবং এটি পাস হলে শেয়ারহোল্ডারদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। টেসলার বিনিয়োগকারীদের মধ্যে নরওয়ের সার্বভৌম তহবিল, ক্যালপার্স ও নিউইয়র্ক রাজ্যের কম্পট্রোলার থমাস ডিনাপোলিও প্রস্তাবটির বিরোধিতা করেছে।

মরগ্যান স্ট্যানলির বিশ্লেষক অ্যাডাম জোনাস আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘বৃহস্পতিবারের ভোট টেসলার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনার একটি হতে পারে। সম্ভবত এই ভোটের ফল মাস্কের পক্ষে যাবে না।’

সূত্র: বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension