আন্তর্জাতিকবিনোদন

জাস্টিন ট্রুডোর প্রেম সম্পর্কে যা জানা গেল

বহুদিন ধরে গুঞ্জন চলছিল—শেষমেশ সেটিই সত্য হলো। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরি অবশেষে প্রকাশ্যে আনলেন তাদের প্রেমের সম্পর্ক।

শনিবার (২৫ অক্টোবর) রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে কেটি পেরির ৪১তম জন্মদিনে একসঙ্গে অংশ নেন তারা। প্যারিসের বিখ্যাত ক্যাবারেট ও স্ট্রিপ ক্লাব ‘ক্রেজি হর্স’-এ হাতে হাত ধরে প্রবেশ করতে দেখা যায় তাদেরকে। উপস্থিত অতিথিদের সামনেই ট্রুডো স্বীকার করেন, তিনি কেটি পেরির প্রেমে মজেছেন।

‘দ্য ক্যালিফোর্নিয়া গার্লস’-খ্যাত কেটি পেরি এদিন পরেছিলেন আকর্ষণীয় লাল গাউন, যার থাই-হাই স্লিট ও কাঁধ খোলা নকশা নজর কাড়ে সবার। সঙ্গে ছিল কালো মেশ হিলস, ছোট বিরকিন ব্যাগ ও সিলভার ড্রপ ইয়াররিংস। অন্যদিকে, ৫৩ বছর বয়সী জাস্টিন ট্রুডো ছিলেন কালো স্যুটে, মানানসই টি-শার্টে একদম রুচিশীল ভঙ্গিতে।

অনুষ্ঠান শেষে তারা একসঙ্গে ক্রেজি হর্স থিয়েটার থেকে বেরিয়ে একটি ইলেকট্রিক গাড়িতে ওঠেন। উপস্থিত সূত্র ‘ইউএস উইকলি’-কে জানায়, কেটি এই সম্পর্ক নিয়ে বেশ উৎসাহী ও সুখী। তবে দুজনই বিষয়টি আড়ালে রাখতে চেয়েছিলেন এবং সম্প্রতি একসঙ্গে অনেক ব্যক্তিগত সময় কাটিয়েছেন।

জুলাই মাস থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। এবার প্যারিসে জন্মদিন উদ্‌যাপনের মধ্য দিয়ে প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে দেখা গেল এই জুটিকে।

কেটি পেরি এর আগে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্কে ছিলেন। তাদের পাঁচ বছরের এক কন্যা সন্তান রয়েছে—ডেইজি ডোভ ব্লুম। এর আগে ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত কেটির বিয়ে হয়েছিল ব্রিটিশ কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ডের সঙ্গে।

অন্যদিকে, জাস্টিন ট্রুডো ২০২৩ সালে স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো থেকে বিচ্ছিন্ন হন। তাদের তিন সন্তান রয়েছে। ট্রুডো ২০১৫ থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্রগুলো জানায়, কেটি ও ট্রুডো এখনো সম্পর্কটিকে প্রাথমিক পর্যায়ে রাখতে চাইছেন। কেটির ব্যস্ত লাইফটাইম ট্যুরের কারণে তারা দূরত্ব বজায় রেখেও একে অপরের প্রতি আগ্রহ প্রকাশ করছেন এবং সম্পর্কটি ধীরে ধীরে এগিয়ে নিচ্ছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension