প্রধান খবরযুক্তরাষ্ট্র

ট্রাম্পের মিত্র চার্লি কার্ককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে ডানপন্থি রাজনীতির পরিচিত মুখ চার্লি কার্ককে গুলি করে হত্যা করেছে এক দুষ্কৃতকারী। বুধবার আমেরিকার উটা ভ্যালি ইউনিভার্সিটি চত্বরে ভাষণ দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি করেন এক যুবক। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন চার্লি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয় চত্বরে একটি ছোট তাঁবুর নীচে বসে আছেন চার্লি। তখনই গুলির বিকট শব্দ। চেয়ার থেকে ছিটকে পড়ে যান তিনি। মুহূর্তে দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে যেদিকে পারে পালাতে শুরু করে। চার্লির গলায় গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিবিসি জানিয়েছে, এখনো দুষ্কৃতকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ঘটনার পরে উটা-র সিনেটর মাইক লি এক্স হ্যান্ডেলে লিখেছেন, পরিস্থিতির ওপর নজর রাখছি। সবাইকে অনুরোধ, চার্লি কার্ক এবং সেখানে উপস্থিত ছাত্রছাত্রীদের জন্য দয়া করে প্রার্থনা করুন।

ঘটনার পরে বিশ্ববিদ্যালয় চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে চার্লির মৃত্যুর পর ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, কিংবদন্তি, চার্লি কার্ক আর নেই। যুক্তরাষ্ট্রের তরুণদের হৃদয়কে চার্লির মতো আর কেউ এতটা বোঝেনি বা অনুভব করেনি। তিনি সবার কাছেই প্রিয় ও শ্রদ্ধেয় ছিলেন, বিশেষ করে আমার কাছে, আর এখন তিনি আর আমাদের মাঝে নেই। মেলানিয়া এবং আমি তার স্ত্রী এরিকা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। চার্লি, আমরা তোমাকে ভালোবাসি!

কে এই চার্লি কার্ক
যুক্তরাষ্ট্রের ডানপন্থী নেতাদের মধ্যে চার্লি অত্যন্ত জনপ্রিয়। তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও। স্পষ্ট বক্তা হিসেবেই পরিচিত। বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করতেও পিছ পা হন না। মূলত যুক্তরাষ্ট্রের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীদের সঙ্গে বিতর্কে বসেন তিনি। তার ‘Prove Me Wrong’ অনুষ্ঠান আমেরিকায় ব্যাপক জনপ্রিয়। তবে শুধু ছাত্রছাত্রী নয়, যে কেউ তার সঙ্গে বিতর্কে যোগ দিতে পারেন। তার বহু বিতর্কের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension