থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তিচুক্তি সইয়ের স্বাক্ষী হতে মালয়েশিয়ায় ট্রাম্প
এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক সহযোগিতা জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে অংশ নিতে তিনি দেশটিতে গেছেন।
আসিয়ান সম্মেলনের পাশাপাশি কুয়ালালামপুরে আরও একটি গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নেবেন ট্রাম্প। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি সই হবে এই অনুষ্ঠানে। গত মে মাসে সীমান্ত বিরোধ নিয়ে দুই দেশের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ঘটে।
রোববার ট্রাম্পকে বহনকারী মার্কিন প্রেসিডেন্টের বিশেষ উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
মালয়েশিয়ায় পৌঁছানোর আগে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ লিখেছেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে “একটি বড় শান্তিচুক্তি” সই করতে তিনি মালয়েশিয়ার পথে রয়েছেন। তিনি আরও জানান, তাঁর আগমনের পরপরই চুক্তি সই সম্পন্ন করা হবে, যাতে সংশ্লিষ্ট সবাই উপস্থিত থাকতে পারেন।
মূলত দিনের পরবর্তী ভাগে চুক্তি সই হওয়ার কথা ছিল। তবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল অনুষ্ঠানটি আগেভাগে আয়োজনের অনুরোধ জানান। কারণ, শনিবার মারা গেছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত।
ট্রাম্প জানিয়েছেন, তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করে দেশটির জনগণের প্রতি সমবেদনা জানাবেন।
পাঁচ দিনের এই সফরে ট্রাম্প মালয়েশিয়ার পর জাপান ও দক্ষিণ কোরিয়া যাবেন। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এশিয়ায় এটাই তাঁর প্রথম সফর এবং এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ বিদেশ সফর।



