বাংলাদেশরাজনীতি

নিবন্ধনের দাবিতে আমরণ অনশনে আম জনতার তারেক রহমান

নিজ দলের নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে আমরণ অনশন পালন করছেন আম জনতার তারেক রহমান।

এ বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, ইসির শর্ত অনুযায়ী দুটি জেলা ও ৬৭টি উপজেলা কার্যালয়ের কার্যক্রম ও সক্রিয়তা না পাওয়ায় তারেক রহমানের আম জনতার দলকে নিবন্ধন দেয়া যায়নি।

এদিকে ইসি’র পক্ষ থেকে এ ধরনের বক্তব্যের জবাবে ইসির তদন্ত কর্মকর্তারা সঠিক প্রতিবেদন দেননি- বলে দাবি ও অভিযোগ তুলেছেন তারেক রহমান।

সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম এই কারণ উল্লেখ করে ইতোমধ্যে দলটির সভাপতি কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানকে চিঠি দিয়েছেন।

ওই চিঠিতে বলা হয়েছে, গত ২০ এপ্রিল আম জনতার দল আবেদন করলে দলের ব্যাংক হিসাব, তহবিলের উৎস, ৩৩ শতাংশ নারী অংশগ্রহণসহ প্রভৃতি তথ্য না থাকায় ১৫ জুলাই ঘাটতি পূরণের জন্য বলা হয়। দলটি সে অনুযায়ী সাড়া দেয়। তদন্তের পর অধিকতর যাচাই হয়। সে সময় নিবন্ধনের শর্ত মোতাবেক ২২টি জেলার মধ্যে দুটি জেলা কার্যালয় এবং ১০০টি উপজেলা কার্যালয়ের মধ্যে ৬৭টি কার্যালয় ও ২০০ ভোটার সমর্থক পাওয়া যায়নি।

আমরণ অনশনে অনড় তারেক রহমান। ছবি: সারাবাংলা

এমতাবস্থায় ‘রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮’-এর বিধি ৭-এর উপবিধি (৬) অনুযায়ী নির্বাচন কমিশন আম জনতার দল (এজেডি) নামীয় দলের আবেদন না-মঞ্জুরপূর্বক নিষ্পত্তি করেছে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কবাসী) ও ডেসটিনির রফিকুল আমীনের আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়। অধিকতর তদন্তে বাদ পড়ে ১১টি দল। এরপর থেকেই ইসির ভবনের সামনে অনশন করছেন তারেক।

তার এই শান্তিপূর্ণ অবস্থানের প্রতি সংহতি জানিয়েছেন গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের নেতারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension