
ভিসা জালিয়াতির আশঙ্কায় ভারতীয় শিক্ষার্থীদের আবেদন বাতিল করছে কানাডা
একসময় ভারতীয় শিক্ষার্থীদের জন্য শীর্ষ গন্তব্যস্থল কানাডা হলেও এখন আবেদন সংখ্যা অনেক কম। ভারতীয় শিক্ষার্থীদের ভিসা আবেদন বাতিল করে দিচ্ছে কানাডা। জানা গেছে, পড়াশোনার জন্য আবেদনকারী প্রায় ৭৫ শতাংশ ভারতীয় শিক্ষার্থীর আবেদনই প্রত্যাখ্যান করেছে কানাডা প্রশাসন।
সরকারি তথ্য অনুসারে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর কানাডার কঠোর নিষেধাজ্ঞা ভারতের আবেদনকারীদের ওপর বিশেষভাবে প্রভাব ফেলেছে।
অস্থায়ী অভিবাসীর সংখ্যা কমাতে এবং ছাত্র ভিসা সংক্রান্ত জালিয়াতি মোকাবেলার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে কানাডা ২০২৫ সালের গোড়ার দিকে টানা দ্বিতীয় বছরের জন্য আন্তর্জাতিক ছাত্র পারমিটের সংখ্যা কমিয়েছে।
রয়টার্সকে দেওয়া ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে কানাডিয়ান পোস্ট-সেকেন্ডারি প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য আবেদনকারীদের প্রায় ৭৪ শতাংশ বাতিল করা হয়েছে। যেখানে ২০২৩ সালের আগস্টে এই সংখ্যা ছিল প্রায় ৩২ শতাংশ।
বিপরীতে, প্রতিটি মাসেই মোট পড়াশোনার পারমিটের প্রায় ৪০ শতাংশ আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
২০২৫ সালের আগস্টে প্রায় ২৪ শতাংশ চীনা পড়াশোনার পারমিট প্রত্যাখ্যান করা হয়েছে। স্টাডি পারমিটের জন্য আবেদনকারী ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০২৩ সালের আগস্টে এ সংখ্যা ছিল ২০ হাজার ৯০০। ২০২৫ সালের আগস্টে তা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫১৫-তে।
গত এক দশক ধরে ভারত কানাডার আন্তর্জাতিক শিক্ষার্থীদের শীর্ষ গন্তব্য।
এসব ঘটনা এমন এক সময়ে ঘটছে, যখন কানাডা এবং ভারত এক বছরের বেশি উত্তেজনার পর সম্পর্ক মেরামতের চেষ্টা করছে। প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতীয় সরকারের বিরুদ্ধে ২০২৩ সালে ব্রিটিশ কলম্বিয়ার সারিতে একজন কানাডিয়ান নাগরিক হত্যার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ এনেছিলেন। ভারত এই অভিযোগ বারবার অস্বীকার করেছে। ভিসা পাওয়ার ক্ষেত্রে এরও প্রভাব পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে, ২০২৩ সালে প্রায় ১৫৫০টি স্টাডি পারমিটের আবেদনে জাল স্বীকৃতিপত্র পায় কানাডিয়ান কর্তৃপক্ষ। এ ছাড়া নতুন আপগ্রেড করা যাচাইকরণ ব্যবস্থা গত বছর প্রাপ্ত আবেদনগুলো থেকে ১৪ হাজারের বেশি জাল স্বীকৃতিপত্র চিহ্নিত করেছে।
অটোয়ায় ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘আমরা জানি কানাডা স্টাডি পারমিট আবেদন প্রত্যাখ্যানের হার বাড়িয়েছে, তবে এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে আমরা মনে করি, বিশ্বের সেরা মেধাবী শিক্ষার্থীদের বড় অংশই ভারতের, এবং অতীতে কানাডার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এসব শিক্ষার্থীর মেধা ও যোগ্যতা থেকে উপকৃত হয়েছে।’
কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, দেশটি অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে চায়, তবে ভারতীয় শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ অব্যাহত থাকবে। কানাডার ইমিগ্রেশন বিভাগের একজন মুখপাত্র বলেন, কানাডা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্নত যাচাই প্রক্রিয়া বাস্তবায়ন করেছে এবং আবেদনকারীদের আর্থিক যোগ্যতার মানও বাড়িয়েছে।
সূত্র : রয়টার্স



