
তুহীন বিশ্বাস
সহাস্যে উন্মাদনায় স্বযত্নে লালিত ভুল ফুল
নিকোটিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বড্ড বিনয়ী,
অভীষ্টের মূলমন্ত্র মরিচাধরা খাঁচায় গৃহবন্দী
আর মধ্যরাতের কান্নার জলও শুকিয়ে গেছে।
ঝরাপাতার রহস্যে বিভ্রান্ত আধুনিক বিজ্ঞান
সুখের নাজুক কলকব্জায় বিধস্ত প্রকৌশলী,
মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত প্রযুক্তির ডাক্তার
আজ নির্লজ্জ হয়ে গেছে সভ্যতার লাজুকলতা।
আত্মসমর্পণ করে অতীতের নিরাপত্তাহীন স্বপ্ন
সমর্পিত অস্র অজস্র করুণার সাক্ষী হয়ে গেছে,
অপরিকল্পিত অব্যবস্থাপনা নৈরাজ্যের জীবনে—
ব্যক্তিগত ডায়েরির শেষ পৃষ্ঠায় সুইসাইড নোট।