
মামদানির জয় নিয়ে ট্রাম্প: নিউইয়র্কবাসী বাধ্য হয়ে ফ্লোরিডায় পালাবে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নিউইয়র্কে জোহরান মামদানির মেয়র নির্বাচনে জয়ের পর আমেরিকা তার রাজমর্যাদা কিছুটা হারিয়েছে । তিনি সতর্ক করে বলেন, মামদানির শাসনে নিউইয়র্ক কমিউনিস্ট বা সমাজতান্ত্রিক ভেনেজুয়েলায় পরিণত হবে। আর নিউ ইয়র্কবাসী বাধ্য হয়ে ফ্লোরিডায় পালাবে।
বৃহস্পতিবার ৬ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এনডিটিভি ওয়ার্ল্ড এই তথ্য জানায়।
৩৪ বছর বয়সী মামদানি ধনীদের উপর কর বাড়িয়ে সরকারি কর্মসূচি পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হন। ট্রাম্প অভিযোগ করেন, ডেমোক্র্যাট পার্টি গোটা আমেরিকাকেই একই পথে নিয়ে যেতে চায়।
ট্রাম্প বলেন, ‘ডেমোক্র্যাটরা কমিউনিস্টকে মেয়র বানিয়ে আমেরিকাকে কেমন বানাতে চায়। তা নিউইয়র্কের ফলেই দেখা গেছে। আরও বলেন, ‘মামদানির শাসনে যখন নিউইয়র্ক কমিউনিস্ট হয়ে যাবে, তখন মানুষ ফ্লোরিডায় আশ্রয় নেবে। এখন মায়ামিই হবে নিউইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে যাওয়াদের নিরাপদ আশ্রয়।’
এরই সঙ্গে তিনি সাবেক মেয়র বিল দে ব্লাসিওকেকে বলেন, ‘ইতিহাসের সবচেয়ে ব্যর্থ মেয়র’।
অন্যদিকে, বিজয়ী মামদানি তার ভাষণে ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেন, ‘নিউইয়র্ক এখন অভিবাসীদের দ্বারা পরিচালিত হবে। যারা ট্রাম্পের মতো নেতাদের বিরুদ্ধে লড়াই করতে চায়। তাদের নেতৃত্ব দেবে এই শহর’। আরও যোগ করেন ‘আমরা ট্রাম্প ও তার মতো ধনী ব্যক্তিদের কর ফাঁকি ও দুর্নীতি থেকে রক্ষা করা সংস্কৃতি শেষ করব। নিউইয়র্ক হবে ন্যায় ও সমতার শহর’ ।



