
মেক্সিকোতে প্রকাশ্য অনুষ্ঠানে শহরের মেয়রকে গুলি করে হত্যা
মেক্সিকোর উরুয়াপান শহরে শনিবার একটি প্রকাশ্য অনুষ্ঠানের সময় বন্দুকধারীরা মেয়রকে গুলি করে হত্যা করেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে সহিংসতা ও সংঘটিত অপরাধে জর্জরিত।
জাতীয় জননিরাপত্তা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যের উরুয়াপান শহরের মেয়র কার্লোস মানজো শহরের কেন্দ্রে একটি হামলায় নিহত হয়েছেন।
সংস্থাটি আরো বলেছে, ‘এই ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হামলাকারীদের একজন মারা গেছে।’
মিচোয়াকান রাজ্যটি বছরের পর বছর ধরে শক্তিশালী মাদক গ্যাংগুলোর সহিংসতায় ভুগছে। এই অপরাধী দলগুলো কৃষি অঞ্চলে সক্রিয় এবং কৃষকদের কাছ থেকে চাঁদাবাজি করে।
মানজো ‘ডে অব দ্য ডেড’ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের সময় গুলিতে নিহত হন। অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শোনার পর জনাকীর্ণ ওই অনুষ্ঠান থেকে মানুষজন পালিয়ে যাচ্ছে।
মানজো ২০২৪ সালের সেপ্টেম্বরে মেয়র হয়েছিলেন এবং প্রায় সময়ই বুলেটপ্রুফ ভেস্ট পরে রাস্তায় নিরাপত্তা টহলগুলোতেও যোগ দিতেন। জুনে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এমন একটি টহলের ভিডিওতে, তিনি সহিংস অপরাধ মোকাবেলার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আরো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
তার এই হত্যাকাণ্ডের মাত্র কয়েক দিন আগে, মিচোয়াকানের কৃষক প্রতিনিধি বার্নার্ডো ব্রাভো—যিনি প্রায়ই অপরাধী দলগুলোর চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন—তাকে গুলি করে হত্যা করা হয়।
প্রায় দুই দশক ধরে মাদকসংক্রান্ত সহিংসতায় জর্জরিত মেক্সিকোতে সাম্প্রতিক বছরগুলোতে বহু স্থানীয় রাজনীতিবিদ খুন হয়েছেন।
গত মাসে কেন্দ্রীয় মেক্সিকোর পিসাফ্লোরেস শহরের মেয়রকে সশস্ত্র হামলাকারীরা গুলি করে হত্যা করেছিল। জুনে সশস্ত্র ব্যক্তিরা দক্ষিণ মেক্সিকোর একটি মেয়রের কার্যালয়ে হামলা চালিয়ে মেয়র এবং একজন কর্মীকে হত্যা করে। এর পরের দিনই দেশটির পশ্চিমাঞ্চলে আরেক মেয়রকে তার স্বামীর সঙ্গে খুন করা হয়েছিল।



