
যুক্তরাষ্ট্রে বিস্ফোরক প্রস্তুত কারখানায় বিস্ফোরণ, নিখোঁজ ১৮
যুক্তরাষ্ট্রের টেনেসিতে বিস্ফোরক প্রস্তুত কারখানায় বিস্ফোরণে ১৮ জন নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই মৃত্যুবরণ করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, শুক্রবার ন্যাশভিল থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমে বিস্ফোরণে একাধিক প্রাণহানি ঘটেছে। তবে কর্মকর্তারা এখনও পর্যন্ত মৃতদেহের আসল সংখ্যা নির্ধারণ করতে পারেনি।
হামফ্রেস কাউন্টি শেরিফ ক্রিস ডেভিস বলেন, এটি আমার ক্যারিয়ারে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে একটি। আরও বলেন, দুর্ঘটনার কারণ উদঘাটনে সময় লাগবে। ডেভিস বলেন, এর জন্য কোনো সংক্ষিপ্ত ব্যাখ্যা থাকবে না। বলেন, ঘটনাস্থলে এফবিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিভাবে বিস্ফোরণ হলো এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে ডেভিস বলেন, ব্যাখা করার মতো কিছু নেই। যা হওয়ার তা হয়ে গেছে। টেলিভিশনে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উড়ছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, কয়েক মাইল দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়, ১৯ জন নিখোঁজ আছে। তবে নিখোঁজদের মধ্যে একজন নিরাপদে আছে বলে পরবর্তীতে জানা যায়। এক বিবৃতিতে কোম্পানিটি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।