
লেকোর্নুকে ফের ফ্রান্সের প্রধানমন্ত্রী করলেন ম্যাঁখো
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো চার দিনের রাজনৈতিক অস্থিরতার পর আবারও সেবাস্তিয়ান লেকোর্নুকে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
শুক্রবার রাতে তিনি এই ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা আগে তিনি এলিসি প্রাসাদে প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকে চরম দক্ষিণপন্থী ও চরম বামপন্থী দলের নেতারা উপস্থিত ছিলেন না।
লেকোর্নুর প্রত্যাবর্তন ছিল বেশ অপ্রত্যাশিত, কারণ মাত্র দুই দিন আগেই তিনি জাতীয় টেলিভিশনে বলেছিলেন যে তিনি ‘পদটির পেছনে ছুটছেন না’ এবং তার ‘মিশন শেষ হয়েছে’।
এখনও নিশ্চিত নয় যে তিনি নতুন সরকার গঠন করতে পারবেন কি না, তবে তাকে দ্রুত কাজ শুরু করতে হবে, কারণ সোমবারের মধ্যে সংসদে আগামী বছরের বাজেট পেশ করার শেষ সময়সীমা রয়েছে।
এলিসি প্রাসাদ থেকে জানানো হয়েছে, ম্যাঁখো লেকোর্নুকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন এবং ম্যাঁখোর ঘনিষ্ঠ মহল জানিয়েছে যে তাকে এক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।
৩৯ বছর বয়সী লেকোর্নু ম্যাঁখোর অন্যতম ঘনিষ্ঠ সহযোগী।
তিনি এক্সে একটি দীর্ঘ বিবৃতি দিয়ে বলেন, প্রেসিডেন্ট আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি কর্তব্যবোধ থেকে গ্রহণ করছি—যাতে বছরের শেষের মধ্যে ফ্রান্সকে একটি বাজেট প্রদান করা যায় এবং আমাদের নাগরিকদের দৈনন্দিন সমস্যার সমাধানে কাজ করা যায়।