
শান্তিতে নোবেলের জন্য নাম প্রস্তাব, কে এই ফিলিস্তিনি চিকিৎসক?
ইসরাইলি সেনাবাহিনীর সামরিক অভিযানের মধ্যেও অবিচল সাহস ও মানবিকতার পরিচয় দিয়ে সেবা চালিয়ে যাওয়া ফিলিস্তিনি শিশু বিশেষজ্ঞ ডা. হুসসাম আবু সাফিয়াকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য প্রস্তাব করেছে নেদারল্যান্ডসের চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস ফর গাজা ইন দ্য নেদারল্যান্ডস’।
এ বছরের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগেই তার মনোনয়নের খবরটি প্রকাশ্যে এনেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ভারতীয় দৈনিক সিয়াসাত জানিয়েছে, উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. সাফিয়া ও তার সহকর্মীদের ২০২৪ সালের ২৭ ডিসেম্বর ইসরাইলি সেনাবাহিনী গ্রেফতার করে। গাজার উত্তরাঞ্চলে সেটিই ছিল শেষ চালু থাকা হাসপাতাল।
ডা. সাফিয়ার আইনজীবীর বরাত দিয়ে বলা হয়েছে, বন্দিদশায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে—এ পর্যন্ত তার ওজন কমেছে প্রায় ৩০ কেজি। এসডে তেইমান কারাগারে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের পর ওফার কারাগারে অস্বাস্থ্যকর পরিবেশে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তিনি স্ক্যাবিসে আক্রান্ত হন এবং বর্তমানে একাকী নির্জন কক্ষে রাখা হয়েছে।
তার উচ্চ রক্তচাপ ও বোমার স্প্লিন্টারের আঘাতজনিত ত্বকের জটিলতাও বেড়ে চলেছে বলে জানিয়েছেন আইনজীবী।
সিয়াসাত আরও লিখেছে, ইসরাইলের অব্যাহত গোলাবর্ষণ ও হুমকির মধ্যেও রোগীদের সেবাদান থেকে পিছপা হননি ডা. হুসসাম আবু সাফিয়া। বিচার ছাড়াই তাকে আটকে রাখাকে মানবাধিকার সংগঠনগুলো বর্ণনা করেছে ‘নিষ্ঠুর ও অমানবিক’ হিসেবে।
ফিলিস্তিনি সংবাদমাধ্যম কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, তার নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেছে ডাচ সংগঠন ‘ডক্টরস ফর গাজা ইন দ্য নেদারল্যান্ডস’। ডাচ মানবাধিকার সংগঠন ‘রাইটস ফোরাম’ এ মনোনয়নের খবরটি প্রকাশ্যে এনেছে।
ডা. আবু সাফিয়ার ১৫ বছরের ছেলে ইব্রাহিম ইসরাইলি ড্রোন হামলায় নিহত হন। সেই হামলার উদ্দেশ্য ছিল তাকে ভয় দেখানো, কিন্তু তিনি পিছু হটেননি।
কুদস নিউজের তথ্যমতে, আটক হওয়ার আগ পর্যন্ত তিনি অবরুদ্ধ হাসপাতালে দায়িত্ব পালন করে গেছেন এবং আশপাশে মানব ঢাল গড়ে রোগীদের রক্ষা করার চেষ্টা করেছেন।
‘ডক্টরস ফর গাজা’ নোবেল কমিটির কাছে পাঠানো খোলা চিঠিতে ডা. সাফিয়াকে বর্ণনা করেছে ‘অসাধারণ সাহসী, মানবিকতার প্রতীক ও রোগীদের প্রতি গভীর নিষ্ঠার অধিকারী এক মানুষ’ হিসেবে।
সংগঠনটি বলেছে, তার মনোনয়ন ‘গোলাগুলির মধ্যেও চিকিৎসা চালিয়ে যাওয়া ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত আত্মত্যাগের স্বীকৃতি।’
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল ১,৬৭০-এর বেশি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে, এবং অন্তত ৩৬২ জন চিকিৎসক, নার্স ও প্যারামেডিককে গ্রেফতার করেছে।
‘রাইটস ফোরাম’ বলেছে, ডা. আবু সাফিয়ার বীরত্বের স্বীকৃতি দেওয়া মানে ‘অসম্ভব পরিস্থিতিতে জীবন রক্ষার লড়াই চালিয়ে যাওয়া মানুষের প্রতি সংহতির বার্তা পাঠানো।’
তার মনোনয়নকে সমর্থন জানিয়ে এখন পর্যন্ত প্রায় ৩৪ হাজার মানুষ অনলাইনে স্বাক্ষর করেছেন।