
সন্ত্রাসবাদ নিয়ে ভারতের মাটি থেকে পাকিস্তানের উদ্দেশে তালেবান মন্ত্রীর নতুন বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে ভারতের মাটি থেকে পাকিস্তানের উদ্দেশে বার্তা দিলেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। বলেছেন, লস্কর-ই-তায়েবা ও জইশ-ই-মুহাম্মদের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে আফগানিস্তানের মাটি থেকে তাদের কার্যক্রম পরিচালনা করেছে। আরও বলেন, তালবান গত চার বছরে সমস্ত সন্ত্রাসীকে নির্মূল করেছে। এসময় তিনি পাকিস্তানকেও একই পথ অনুসরণের জন্য বলেন।
মুত্তাকি বলেন, আফগানিস্তানের এক ইঞ্চি জায়গাও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর দখলে নেই। বলেন, যে আফগানিস্তানের বিরুদ্ধে আমরা ২০২১ সালে অভিযানে নেমেছিলাম তা এখন বদলে গেছে। পাকিস্তানের উদ্দেশে তিনি আরও বলেন, অন্য দেশগুলোকেও ওই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে একই রকম পদক্ষেপ গ্রহণ করতে দিন। মুত্তাকির প্রথম ভারত সফর ছিলো পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের মাধ্যম। এক সংবাদ সম্মেলনে মুত্তাকি কাবুলে সম্প্রতি এক বোমা হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেন। বলেন, সীমান্তের কাছে প্রত্যন্ত এলাকায় একটি বোমা হামলা হয়েছে। পাকিস্তান এটা ঠিক করেনি। এভাবে সমস্যা সমাধান হয়না। আমরা আলোচনার জন্য প্রস্তুত। তাদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করা উচিত। আফগানিস্তানে দীর্ঘ ৪০ বছর পর শান্তি ও অগ্রগতি এসেছে। কারও এতে সমস্যা থাকা উচিত নয়। আমরা যদি শান্তিতে থাকি তাহলে পাকিস্তানের সমস্যা কোথায় বলেও প্রশ্ন তোলেন তিনি।
আরও সতর্ক করে বলেন, আফগানদের সাহসের পরীক্ষা করা উচিত নয়। যদি কেউ এটা করতে চায় তাহলে তাদেরকে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে জিজ্ঞাসা করা উচিত। তারাই এর ভালো ব্যাখা দিতে পারবে যে, আফগানিস্তান নিয়ে কেন খেলা উচিত নয়। বলেন, কাবুলও ইসলামাবাদের সঙ্গে ভালো সম্পর্ক চায়। তবে এটি একপাক্ষিকভাবে হওয়া সম্ভব নয়। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি নয়া দিল্লির প্রশংসা করেন। বলেন, আফগানিস্তানে ভূমিকম্পের পর ভারতই প্রথম তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। মুত্তাকি বলেন, আফগানিস্তান ভারতকে তাদের ঘনিষ্ট বন্ধু হিসেবে দেখে। আফগানিস্তান পারস্পারিক সম্মান, বাণিজ্যের ভিত্তিতে সম্পর্ক চায়। আমরা একটি সমঝোতাপূর্ণ সম্পর্ক চাই। যা আমাদের সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করবে। এসময় তিনি ভারতের ওপর ডনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়টি নিয়েও কথা বলেন। ফলে ভারত ও আফগানিস্তানের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্কের প্রয়োজনীয়তার উপর জোর দেয়ার আহ্বান জানান।অ্যাক্টিভওয়্যার