
স্বাস্থ্যখাতে অগ্রগতি উৎসাহব্যঞ্জক, কিছু ক্ষেত্রে গতি সীমিত: উপদেষ্টা নূরজাহান
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে স্বাস্থ্যখাতে বাংলাদেশের অগ্রগতি সামগ্রিকভাবে আশাব্যঞ্জক হলেও কিছু ক্ষেত্রে এখনো গতি সীমিত রয়েছে।
আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘ফ্রম এভিডেন্স টু ওয়ে ফরওয়ার্ড: মিড-টার্ম রিফ্লেকশনস অন হেলথ এসডিজি প্রগ্রেস ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নূরজাহান বেগম বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে এগোলে স্বাস্থ্যখাতের বিদ্যমান জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে। মানুষের সুচিকিৎসা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে সাড়ে সাত হাজার চিকিৎসককে পদোন্নতি দিয়েছে, সাড়ে তিন হাজার চিকিৎসকের নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ, এবং আরও সাড়ে তিন হাজার নার্স ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন।
তিনি আরও বলেন, মা ও শিশু মৃত্যুহার আরও কমিয়ে আনতে হবে এবং অসংক্রামক রোগজনিত মৃত্যুহার হ্রাসে একযোগে কাজ করতে হবে। এসব রোগের মূল কারণ শনাক্ত ও প্রতিরোধে কার্যকর সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



