কবিতাসাহিত্য

হেমন্তের বাংলাদেশ

গাজী আবু হানিফ

ধানে ধানে ভরে থাকে এই মাঠ-
ষড়ঋতুর এ বুঝি এক স্বপ্নিল গৃহ;
পথে পথে অঘ্রাণ হাসে কৃষকের
খড়কুটো পড়ে থাকে মাঠ আঙিনায়।

ধূসর মায়াবী চাঁদ সোনা রঙে হাসে
কৃষকের জীর্ণ ঘরে ফকফকা আলোয়;
নবান্ন ঘরে ঘরে বাদ্য বাজায় নতুন আমেজে
সকালের কুয়াশায় ভিজে থাকে ধান।

ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে সেই মাঠে
সে আবহমান কাল ধরে তার;
রূপশালী অন্নপূর্ণার কি যে উৎসব গান
এই নদী তীরে ভাটির কুমারী ছোটে।

ঢেঁকি ছাটা চালের দিনগুলো স্মৃতি লিখে আজ-ও
তোমাদের সবুজ আঙিনায়, পিঠেপুলি,চিড়ামুড়ির ;
যে ধানের ভাতে এই বাড়ন্ত শরীর,নির্মল মন
আমাদেরকে ধরে রাখে আমাদের শিকড়ের কাছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension