যুক্তরাষ্ট্র

‘মাদুরোর ক্ষমতার দিন শেষের পথে’— ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতার দিন শেষের পথে। ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ার মধ্যেই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

রোববার (২ নভেম্বর) সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ৬০ মিনিটস-এর সাক্ষাৎকারে সঞ্চালক নোরা অ’ডনেল ট্রাম্পকে প্রশ্ন করেন, মাদুরোর প্রেসিডেন্ট হিসেবে দিন কি শেষের পথে? জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি তাই মনে করি। তবে তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধের সম্ভাবনাকে নাকচ করে দেন।

মার্কিন প্রেসিডেন্ট সম্ভাব্য স্থল হামলার বিষয়ে সরাসরি মন্তব্য না করে বলেন, আমি তা করব—এমনটা এখনই বলার ইচ্ছে নেই।

গত শুক্রবার ট্রাম্প গণমাধ্যমে প্রচারিত খবরও অস্বীকার করেন যে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়েছে। তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমে দাবি করা হয়, তথাকথিত ‘নারকো-টেররিজম’ মোকাবিলার অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় সামরিক স্থাপনায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে এবং তা যে কোনো মুহূর্তে শুরু হতে পারে।

ওয়াশিংটন অভিযোগ করেছে, মাদুরো ‘কার্টেল দে লস সোলে’স’ নামের একটি অপরাধী সংগঠন পরিচালনা করছেন, যা গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র ‘বিশ্বব্যাপী বিশেষভাবে চিহ্নিত সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে।

সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগর অঞ্চলে অন্তত ১৪টি হামলা চালানো হয়েছে, যাতে ৬৪ জনেরও বেশি নিহত হয়েছেন।

মানবাধিকার সংগঠন ও আইন বিশেষজ্ঞরা এসব হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, কথিত মাদকবাহী নৌকায় মার্কিন হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এই হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন এবং জাতিসংঘের পক্ষ থেকে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, মাদুরো যুক্তরাষ্ট্রের অভিযোগকে অশালীন ও সম্পূর্ণ ভুয়া বলে আখ্যা দেন। তিনি বলেন, ভেনেজুয়েলা কোকা পাতার উৎপাদক নয়। মার্কিন সামরিক পদক্ষেপকে নতুন ও অনন্ত যুদ্ধের পরিকল্পনা বলে উল্লেখ করেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension