
শাহজালাল সুজন
মধ্য রাতে চাঁদের আলো যখন নিস্তেজ হয়
তখন আধো আলোয় ভাসে মুখশ্রী,
ভাসে ঘর্মাক্ত ঠোঁটের লিপস্টিকের ঘ্রাণ
যৌবনা বাতাসে করে কামাসক্ত।
তোমার ব্রা স্টেপের লাল ফিতার আলতো
অনুভূতি ছুঁয়ে যায় রাতের গোলাপে,
ভেজা শরীরে বাকরুদ্ধ মৌনতা ভেঙে যায়
আঁখি পাতে কথা বলে ঠোঁট জোড়া।
চঞ্চলা মনটাও স্হির হয় তোমার পরশে
দীর্ঘশ্বাসের প্রতিফলন ঘটে চুম্বনে,
অনুভবে মিশে থাকা তোমাকে জড়িয়ে
অসভ্য নগ্নতা হই এলোকেশী মেয়ে।