বিজ্ঞান ও প্রযুক্তি

ইন্সটাগ্রামে ছবি সেভ করার উপায়

প্রায়ই ইনস্টাগ্রাম থেকে ছবি ডাউনলোড করার ক্ষেত্রে বিড়ম্বনায় পড়তে হয়। এমনকি সহজে ইন্সটাগ্রাম থেকে ছবি ডাউনলোডও করা যায় না। ডাউনলোড করলেও দেখা যায় পুরো পেজসহ ডাউনলোড হয়েছে। এ সমস্যা এড়িয়ে ইনস্টাগ্রামের ছবি ফোনে কীভাবে সেভ করা যাবে তা নিয়েই আজকের টিপস।

যেভাবে সেভ করবেন
* প্রথমে ইনস্টাগ্রামের প্রোফাইলে যেতে হবে।

* প্রোফাইল থেকে ডানে থাকা হ্যামবার্গার মেনুতে ক্লিক করতে হবে।

* সেখানে নতুন পেজে নিচে ‘Settings’ অপশন পাওয়া যাবে। এতে ক্লিক করলে ‘Account’ অপশন আসবে।

* সেখান থেকে ‘Original Photos’ এ ক্লিক করতে হবে।

* নতুন পেজে ‘Save Original Photos’ অপশনটি দেখা যাবে। এর পাশে থাকা টগল বাটনটি অন করলে ইনস্টাগ্রামে আপলোড করা সব ছবি স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে সেভ হবে।

* ফোনের গ্যালারিতে গিয়ে ‘Albums’ এ ক্লিক করলেই ‘Instagram Pictures’ অপশনটি পাওয়া যাবে।

ইন্সটাগ্রামে অন্যের আপলোড করা ছবি যেভাবে সেভ করবেন
ইনস্টাগ্রামের যে ছবি সেভ করতে চান সেটার ডান দিকে থাকা বুকমার্ক আইকনে ক্লিক করতে হবে। সেভ হয়েছে কিনা তা দেখতে নিজের প্রোফাইলে যেতে হবে। এরপর হ্যামবার্গার মেনুতে গিয়ে ছবি সেভ করতে হবে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension