করোনাপ্রধান খবরযুক্তরাষ্ট্র

ট্রাম্প ও মেলানিয়া করোনা আক্রান্ত

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া। তারা দুজনেই বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন।

আলজাজিরা জানায়, এর আগে করোনা পজিটিভ আসে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিকসের। তার সংস্পর্শে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

এরপর এক টুইটারে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি এবং মেলানিয়াও আক্রান্ত হয়েছেন ভাইরাসটিতে।

ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হিকসের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প।

আসন্ন মার্কিন নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। তার সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে ওহাইয়োতে গিয়েছিলেন উপদেষ্টা হিকস।

ক্ষমতাসীন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের মধ্যে নির্ধারিত তিনটি বিতর্কের প্রথমটি অনুষ্ঠিত হয় এদিন।

এমনকি বুধবারে হেলিকপ্টার মেরিন ওয়ানে চড়তেও ট্রাম্পের সঙ্গে ছিলেন ৩১ বছর বয়সী হিকস।

ট্রাম্পের খুব ঘনিষ্ঠজনদের মধ্যে এ প্রথম কেউ করোনায় আক্রান্ত হন।

হিকসের সংস্পর্শে আসায় ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনা পরীক্ষা করা হয়। এতে তাদের ফল পজিটিভ আসে।

মঙ্গলবারে ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে চড়ার সময় মুখে মাস্ক ছিল না হিকসের। সেসময়ের তোলা ছবিতেই বিষয়টি স্পষ্ট হয়।

একদিন পর মিনেসোটায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটি নির্বাচনী সমাবেশেও অংশ নেন তিনি।

এসব সফরে ট্রাম্পকেও মাস্ক পরতে দেখা যায় নি। করোনার শুরু থেকেই তার মাস্ক না পরা নিয়ে বিতর্ক আছে। এ ছাড়া সরকারি ব্যস্ততার সময় উপদেষ্টা ও ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে তাকে সামাজিক দূরত্বও মানতে দেখা যায় না।

বিশ্বব্যাপী করোনা সংক্রমণের শুরু থেকে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৭৫ লাখের মতো মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন দুই লাখ ১২ হাজারের বেশী।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension