
অপেক্ষা নয় – প্রতীক্ষায় র’বো
নীলুফার পারভীন মিতু
তোর জন্য আমি অপেক্ষায়
থাকব না, —প্রতীক্ষা করব।
শুধু ই তোরই জন্যে
বুকের তোরঙ্গে বাজে শব্দের অনুরণন,
অপেক্ষা কেমন আটপৌরে,
দ্যোতনাহীন, ব্যঞ্জনাবিহীন।
প্রতীক্ষাই হবে আমাদের জন্য সমীচীন।
আমরা কেউ জানবো না একে অপরের
জন্যে প্রতীক্ষার কথা।
আমি তোর জন্যে রমনার বটমূলে
অথবা বইমেলায়
অনড় দাঁড়িয়ে থাকব—
পথ যেমন অনন্তকাল ধরে যোগ্য পথিকের
জন্যে প্রতীক্ষমান, ঠিক তেমনি করে
আমাকেও তুই প্রতীক্ষা করতে দেখবি!
আমি ঠায় দাঁড়িয়ে থাকব অনড় বিশ্বাসে,
অপেক্ষায় থাকা পাতা ঝরার দিন এসে
আবার নতুন পত্রপল্লবে সাজবে বৃক্ষরাজি।
তবুও প্রতীক্ষার দীর্ঘ প্রহর শেষ হবে না।
আমি প্রতীক্ষায় র’বো।
ভারী সুন্দর কবিতা।