আটলান্টিক সিটিতে বিএএসজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নিউ জার্সি রাজ্যের সাউথ জার্সিতে বসবাসরত কৃতি বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি।
গত ২৭ আগস্ট (মঙ্গলবার) বিকালে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি কর্তৃক আয়োজিত বাংলাদেশি আমেরিকান উৎসবে প্রবাসী বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ। বিশেষ অতিথি ছিলেন নিউ জারসি রাজ্যের সিনেটর ভিন্স পলিসতিনা ও অ্যাসেম্বলিম্যান ডন গার্ডিয়ান।
এছাড়া আটলান্টিক সিটির ৫ম ওয়ার্ডের কাউন্সিলম্যান এম আনজুম জিয়া, গ্যালাওয়ে টাউনশিপের কাউন্সিলম্যান মো. উমর, লোকাল ৫৪ সভাপতি ডোনা ডি ক্যাপ্রিও প্রমুখ উপস্থিত ছিলেন। সাউথ জার্সির বিভিন্ন স্কুলে প্রথম গ্রেড থেকে একাদশ গ্রেডে যেসব বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী ‘এ অনার রোল’ পেয়েছে এই অনুষ্ঠানে তাদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আটলান্টিক সিটি হাই স্কুলের দ্বাদশ গ্রেডের পরীক্ষায় প্রথম স্হান অর্জনকারী শিক্ষার্থী নুসরাত উদ্দীনকে বিশেষ সন্মাননা স্মারক প্রদান করা হয়।