যুক্তরাষ্ট্র

ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিনি ভূমি দখলের বিরোধিতা করবে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুনরায় দেশটির ক্ষমতায় ফিরে আসছেন। তার এ মেয়াদে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন ও অধিগ্রহণের বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আলজাজিরার এক প্রতিবেদনে এমনটা বলা হয়।

১ নভেম্বর ইসরায়েলের নির্বাচনে জয়ের মাধ্যমে দেশটির কট্টর ডানপন্থি ও অধিগ্রহণবাদী দলের সঙ্গে জোটবদ্ধভাবে সরকার গঠন করবেন নেতানিয়াহু। তার ক্ষমতার আসার কারণে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে আগের চেয়ে আরও বেশি মাত্রায় ইহুদি বসতি স্থাপনের আতঙ্কে আছেন ফিলিস্তিনিরা।

এর আগে ২০২১ সাল পর্যন্ত নেতানিয়াহুর এক যুগের শাসনামলে রেকর্ড সংখ্যক ইহুদি বসতি স্থাপনের নজির দেখেছে ফিলিস্তিনিরা। এসব ইহুদি বসতি স্থাপন আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ এবং দুই রাষ্ট্র পরিকল্পনার ক্ষেত্রে প্রতিবন্ধক বলে মনে করা হয়।

রোববার যুক্তরাষ্ট্রের বাম-ঘেঁষা ইসরায়েলপন্থি অ্যাডভোকেসি গ্রুপ জে স্ট্রিটের সঙ্গে কথা বলার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা একক কোনো ব্যক্তি নয়, বরং সরকার যেসব নীতি অনুসরণ করে কাজ করছে, সেটির মাধ্যমে তাদের মানদণ্ড পরিমাপ করব। এ সময় বাইডেন প্রশাসন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য ‘নিরলসভাবে’ কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।

ব্লিংকেন বলেন, দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে ক্ষুণ্ন করে এমন যে কোনো কর্মকাণ্ডের বিরোধিতা করবে যুক্তরাষ্ট্র। যার মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি সম্প্রসারণ, পশ্চিম তীরকে ইসরায়েলি ভূখণ্ডের সঙ্গে সংযুক্তির সিদ্ধান্ত বাস্তবায়ন ও পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক স্থিতাবস্থায় ব্যাঘাত, ধ্বংস এবং উচ্ছেদসহ সহিংসতার প্ররোচনা রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension