
প্রবাসমধ্যপ্রাচ্য
কুয়েতে বিমানবন্দরে অবৈধ যাত্রীসেবা, কুয়েতে ৬০ প্রবাসী আটক
কুয়েতে নিজস্ব গাড়ি ব্যবহার করে বিমানবন্দরে অবৈধভাবে যাত্রীসেবা দেওয়ার অভিযোগে ৬০ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে।
আটকদের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত ও মিসরীয় নাগরিক। তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
লাইসেন্স নেই এমন যানবাহন চালকদের কাছ থেকে প্রতারণা, চাঁদাবাজি ও হয়রানির বিষয়ে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে কুয়েত বিমানবন্দরে স্থানীয় প্রশাসন অভিযান চালায়। অভিযানে যাত্রী পরিবহনের সময় অভিযুক্তদের আটক করা হয়।
কুয়েতে বিমানবন্দরে যাতায়াতে মালিকপক্ষের গাড়ি ব্যতীত ব্যক্তিগত গাড়িতে যাত্রী বহন করা নিষিদ্ধ।