
গর্বাচেভের শেষকৃত্যে থাকবেন না পুতিন
সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভের শেষকৃত্যে যোগ দেবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, সূচিগত কারণে শনিবারের শেষকৃত্যে হাজির হতে পারবেন না রুশ প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
সাংবাদিকদের সঙ্গে একটি কনফারেন্স কলে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বৃহস্পতিবার সকালে মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতাল সফর ও পুষ্পস্তবক অর্পণ করে গর্বাচেভের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পুতিন। মঙ্গলবার এই হাসপাতালে গর্বাচেভের মৃত্যু হয়।
পেসকভ বলেন, দুর্ভাগ্যবশত, প্রেসিডেন্টের কাজের সূচির কারণে তিনি ৩ সেপ্টেম্বর শেষকৃত্যে যোগ দিতে পারবেন না। ফলে তিনি আজ শ্রদ্ধা জানিয়েছেন।
তিনি জানান, গর্বাচেভের শেষকৃত্যে রাষ্ট্রীয় উপাদান থাকবে।
৩০ আগস্ট (মঙ্গলবার) রাশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান ২০ শতকের অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ মিখাইল গর্বাচেভ। শান্তিপূর্ণভাবে স্নায়ুযুদ্ধ অবসানে রাখা ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তবে সমালোচকদের কাছে তিনি সোভিয়েত ইউনিয়ন ভাঙার রূপকার হিসেবে পরিচিত।