
ঘূর্ণিঝড় ‘ফিওনা’র তাণ্ডব কানাডায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৫ লাখ পরিবার
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফিওনা’র তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে কানাডার পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নোভা স্কটিয়ার বাসিন্দারা।
উপকূলীয় বিভিন্ন শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত পাঁচ লাখ পরিবার। কানাডিয়ান সিবিসি গণমাধ্যমে বলা হয়, শুধু নোভা স্কটিয়াতেই ৩ লাখ ৮৪ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
মূলত বৈদ্যুতিক খুঁটির ওপর গাছ পড়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। তবে এখনো বাতাসের গতিবেগ বেশি থাকায় ব্যাহত হচ্ছে অভিযান।
কানাডার আবহাওয়া বিভাগ বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনো অব্যাহত আছে বৃষ্টিপাত। প্রিন্স অ্যাডওয়ার্ড দ্বীপে ১২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এই প্রাকৃতিক দুর্যোগে এখনো কোনো হতাহতের খবর মেলেনি। তবে একজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড়ের প্রভাবে অঞ্চলটিতে আরও কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।