প্রবাসসাহিত্য

ছড়াটে-এর নিয়মিত মাসিক ছড়াড্ডা

লং আইল‍্যান্ডের লেভিটটাউনে অনুষ্ঠিত হয়ে গেল, মে মাসের ছড়াটে-এর নিয়মিত মাসিক ছড়াড্ডা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, গত ২৮ মে (রবিবার) উল্লেখযোগ্য সংখ্যক শ্রোতার উপস্থিতিতে মজার মজার ছড়া পাঠ করে শোনান, ছড়াকার শওকত রিপন, ছড়াকার মৃদুল আহমেদ ও ছড়াকার শাম্‌ স চৌধুরী রুশো। শিশুশিল্পী সৌমিনীর মিষ্টিকন্ঠে ছড়াগান শুনে সবাই বিমোহিত হন।

আড্ডায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি ও আইনজীবী মোহাম্মদ আলী বাবুল, সাবিহা সুলতানা রিংকি, সাঈদা উদিতা, রোশনা শাম্ স ললি ও কাওসার জাহান ধীরা। সকলে মজাদার ছড়াটে-এর এই আয়োজনের প্রশংসা করেন এর প্রসার ও সাফল‍্য কামনা করেন।

‘আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ হল…’ এই গানটির মাধ্যমে মে মাসের ছড়াড্ডার সমাপ্তি টানা হয়। আগামী ছড়ড্ডাটি অনুষ্ঠিত হবে কুইন্সের জ‍্যামাইকা হিলসাইডে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension