জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে অভিযোগ যাচাই করবেন ৩ উপদেষ্টা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত কোটি টাকা ঘুষের সংবাদের সত্যতা যাচাইয়ে ৩ উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও এ সংবাদকে ‘ফেইক’ বলে দাবি করেছেন অভিযুক্ত সিনিয়র সচিব মোখলেস উর রহমান।
গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশীদ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
সমাজকল্যাণ উপদেষ্টা বলেন: ইতোমধ্যে এ বিষয়ে তিনজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা হলেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা। এই তিনজনের কথা বলা হয়েছে, এর মানে এই নয় যে অন্যরা এতে যুক্ত হতে পারবেন না। একটি কমিটি করে এটা তদন্ত করা হবে।
উপদেষ্টা শারমিন এস মুরশীদ বলেন: প্রকাশ হওয়া হোয়াটসঅ্যাপ ম্যাসেজগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা কিনা তা তদন্ত করা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এ সময় সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলেও জানান তিনি।
দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন: মন্দিরে হামলার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর হয়েছে। নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন করতে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮৪ হাজার জনবল কাজ করবে। আগামী ৪ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত তারা কাজ করবে।
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযম মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ডিসি নিয়োগ দিয়ে থাকেন। ওই প্রতিবেদনে সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদের হোয়াটসঅ্যাপে কথোপকথনের কিছু স্ক্রিনশট যুক্ত করে দেওয়া হয়।