প্রধান খবরবাংলাদেশ

টাইম ম্যাগাজিনের ‘হানড্রেড নেক্সট’ তালিকায় নাহিদ

মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ‘টাইম হানড্রেড নেক্সট ২০২৪’ তালিকায় স্থান পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রকাশিত ওই তালিকায় নাহিদ ইসলামকে লিডারশিপ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাময়িকীটিতে বলা হয়েছে, ‘বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজনকে ক্ষমতাচ্যুতে সাহায্য করার জন্য ২৬ বছরের বেশি বয়স পার হতে হয়নি নাহিদ ইসলামকে। সমাজবিজ্ঞানে স্নাতক করা নাহিদ ছাত্র আন্দোলনের অন্যতম মুখ; যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ শুরু করেছিলেন।

এতে আরো বলা হয়েছে, “অনেক প্রতিবাদী নেতার মধ্যে অন্যতম নাহিদ দেশের ‘কুখ্যাত’ গোয়েন্দা সংস্থার হাতে নির্যাতিত হওয়ার পরে আরো ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন। কিছুদিন পরেই তিনি ছাত্রদের এক দফা দাবি তুলে ধরেন: হাসিনাকে পদত্যাগ করতে হবে। কয়েক সপ্তাহের বিক্ষোভের পর ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।”

সাময়িকীটি বলেছে, “সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখনো সামনে পড়ে আছে।

নাহিদ ইসলাম নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুজন ‘জেনারেশন জেড’ মন্ত্রীর একজন। তাদের কাজ : ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী সরকারের ১৫ বছরের শাসনামলে ক্ষয়প্রাপ্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে মেরামত করা।”

সূত্র: টাইম

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension