আন্তর্জাতিকযুক্তরাজ্য

তাপদাহে বৃটেনে রেড এলার্ট

গরমে প্রাণ ওষ্ঠাগত বৃটেনে। সোমবার ও মঙ্গলবার এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ১০৬ ডিগ্রি ফারেনহাইটট বা ৪১ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে এই তাপ। এমন গরমে রূপক অর্থে বৃটেন গলে যাচ্ছে। তাপদাহ নিয়ে দ্বিতীয়বার কোবরা কমিটির মিটিং করা হয়েছে। একজন বিশেষজ্ঞ বলেছেন, এই গরমে কয়েক হাজার মানুষ মারা যেতে পারেন।

জারি করা হয়েছে রেড এলার্ট। লন্ডনবাসীকে বাইরে সফরে বের না হওয়ার অনুরোধ করা হয়েছে। জাতীয় স্বাস্থ্যখাত সতর্কতা জারি করেছে। স্বাস্থ্য বিষয়ক প্রধানরা আশঙ্কা করছেন পারদের স্তম্ভ যদি আরও বৃদ্ধি পায়, তাহলে তাপ সংক্রান্ত মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, সোম ও মঙ্গলবার লন্ডনের বিভিন্ন অংশে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে।

স্কুলগুলোতে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখার চেষ্টা করা হচ্ছে। তাদের স্পোর্টস ডে বাতিল করা হয়েছে।

আউটডোরে ফিজিক্যাল এক্সারসাইজে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বৃটেনের বিভিন্ন মিডিয়ায় এসব রিপোর্ট প্রকাশ হয়েছে। সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা ব্রিফিংয়ে বলেছেন, স্কুল বা অফিস বন্ধ রাখার মতো স্বাস্থ্যগত কোনো কারণ নেই। কিন্তু নাটকীয়ভাবে সেই সিদ্ধান্ত পাল্টে দেয়া হয়েছে। স্কুল বন্ধের নির্দেশ আসছে।

বলা হয়েছে, সাপ্তাহিক ছুটির সময়ে তাপমাত্রা আরও বাড়তে পারে। এ অবস্থায় আবহাওয়া অফিস অপ্রত্যাশিতভাবে সোমবার ও মঙ্গলবার ইংল্যান্ডের দক্ষিণে লাল সতর্কতা জারি করেছে।

ইংল্যান্ড ও ওয়েলসে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত দেয়া হয়েছে ‘অ্যাম্বার’ সতর্কতা। গতকাল সরকারের কোবরা সিভিল কন্টিনজেন্সি কমিটির এক সভায় সভাপতিত্ব করার কথা মন্ত্রীপরিষদের সদস্য কিট ম্যালথহাউজের। এতে আসন্ন তাপদাহ নিয়ে আলোচনা হওয়ার কথা। তাপদাহ নিয়ে এটা হবে কোবরা কমিটির দ্বিতীয় মিটিং, যাতে নেতৃত্ব দিয়েছেন ম্যালথহাউজ।

বিশেষজ্ঞরা বলেছেন, পূর্ব সতর্কতা নেয়া না হলে ক্রমবর্ধমান তাপে কয়েক হাজার মানুষ মারা যেতে পারে। আবহাওয়া নিয়ে গবেষণাকারীরা বলেছেন, তাপের এই একই পিরিয়ডে মারা যেতে পারেন ২০০০ মানুষ। গত বছর এর চেয়ে কম মাত্রার তাপদাহে মারা গিয়েছিলেন প্রায় ১৬০০ মানুষ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension