বাংলাদেশ

নতুন মার্কিন নিষেধাজ্ঞা ন্যায্য হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশের কারো বিরুদ্ধে বা কোনো প্রতিষ্ঠানের ওপর নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করলে তা ন্যায্য হবে না।

রবিবার (৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘১০ ডিসেম্বর বিএনপি যে সমাবেশের তারিখ নির্ধারণ করেছে, সেটা তাদের লবিস্টের কথায়। সমন্বিত পরিকল্পনা এবং প্রচেষ্টার সিদ্ধান্ত হিসেবে তারা ১০ ডিসেম্বর বেছে নিয়েছে। কারণ, গত বছর মার্কিন প্রশাসন থেকে র‌্যাব ও বাহিনীর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আসে। বিএনপি যে লবিস্টের পেছনে এত অর্থ ব্যয় করেছে, তাদের লবিস্টরা বলেছে, ১০ ডিসেম্বর আমরা তোমাদের আরও নিষেধাজ্ঞা এনে দেব। লবিস্টরা বলেছে ওই তারিখে রাজনৈতিক সভা করতে, তাহলে সভার ফলাফল ভালো হবে।’

তিনি আরো বলেন, নতুন করে নিষেধাজ্ঞা আসবে বলে আমরা মনে করি না। আর মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগও বাড়ানো হয়েছে। অব্যাহত যোগাযোগের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে গত সপ্তাহে আলোচনা করা হয়েছে। এটি ছিল রুদ্ধদ্বার বৈঠক। এতটুকু বলতে পারি, আর কোনো নিষেধাজ্ঞা বাংলাদেশ আশা করছে না।

বিএনপি পাল্টা লবিস্ট নিয়োগ করে নতুন নিষেধাজ্ঞা জারির চেষ্টা করছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, তাদের অপচেষ্টা সফল হবে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension