
নিউ ইয়র্কে হুমায়ুন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলা
নিউ ইয়র্কে আজ ও আগামীকাল (৮ অক্টোবর) দুইদিনব্যাপী হুমায়ুন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৩ শুরু হয়েছে।
হুমায়ুন আহমেদ সম্মেলন ও বইমেলার আয়োজন করেছে শো টাইম মিউজিক। ব্যবস্থাপনাযর দায়িত্ব পালন করছে বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র। গত ২৮ আগস্ট নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটিতে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠিত এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, হুমায়ুন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলার আহবায়ক কবি মিশুক সেলিম, সাহিত্য একাডেমি নিউ ইয়র্ক প্রেসিডেন্ট মোশারফ হোসাইন, নিউ ইয়র্ক বাংলা ডট কম সম্পাদক আকবর হায়দার কিরণ এবং লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ।সাংবাদিক সম্মেলনে শো টাইম মিউজিকের কর্ণধর আলমগীর খান আলম এবং আহবায়ক কবি মিশুক সেলিম জানান, এবারের হুমায়ুন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলায় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক ও সাহিত্যসমালোচক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সাংবাদিক এবং নিউজ ম্যাগাজিনের সম্পাদক শাহাদাত চৌধুরী, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেতা চঞ্চল চোধুরী, অভিনেত্রী শাহনাজ খুশি সহ একঝাঁক শিল্পী ও সাহিত্যিকবৃন্দ। এছাড়াও এবারের মেলায় বাংলাদেশ থেকে প্রকাশকদেরকে আমন্ত্রণ জানানো হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।