প্রবাস

নিউ ইয়র্কে বেবী নাজনীনের একক সঙ্গীতানুষ্ঠান

জলি আহমেদ, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীনের একক সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হয়ে গেল।

এরই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর (সোমবার) নিউ ইয়র্কের কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাতে একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে তার ফ্যানস ক্লাব। এটি পরিবেশন করেছে আশা গ্রুপ অব কোম্পানিজ। সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য প্রবাসী বাঙালি। এর মধ্যে ছিলেন ব্যবসায়ী, রাজনীতিবিদ ও কমিউনিটির নেতৃবৃন্দ।


অনুষ্ঠান উদ্বোধন করেন ইউর ড্রিম হোম কেয়ারের সিইও ও প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ও ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান এম এ আজিজ। এ সময় উপস্থিত ছিলেন আশা গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার এবং সাপ্তাহিক সাদাকালো পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ও প্রকাশক আকাশ রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ, বেলাল চৌধুরী, বশির ভূঁইয়া, আক্তার হোসেন বাদল, নাঈম টুটুল, মঈন চৌধুরী, আকিব হোসেন, নুরুল আমিন, হযরত আলী, অ্যাডভোকেট আরিফ চৌধুরি, সোহাগ আজম।

উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে আকাশ রহমান বলেন, এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়েছে আপনাদের জন্য। সামনে আরো ভালো কিছু করার চেষ্টা করব।

প্রবাসী বাঙালিদের ধন্যবাদ জানিয়ে এম এ আজিজ বলেন, আজকের আয়োজন যারা করেছেন, যারা সহযোগিতা করেছেন আমি এবং বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সংগীতশিল্পী বেবী নাজনীনের অসাধারণ একটি আয়োজন ছিল। প্রত্যেকটি গান আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। আশা করি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর গান পাব।

সঙ্গীতানুষ্ঠানে বেবী নাজনীন তার জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান। তার গান মন্ত্রমুগ্ধের মতো শোনেন উপস্থিত অতিথিরা। তিনি বেশ কয়েকটি গান পরিবেশন করেন। এর মধ্যে রয়েছে, এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কাল সারা রাত ছিল স্বপনেরও রাত ইত্যাদি।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী বেবী নাজনীন তার সংগীত শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, সিনেমা এবং দেশ-বিদেশের মঞ্চ মাতিয়েছেন। কিন্ত বিএনপি সমর্থন করায় আওয়ামী সরকারের আমলে নিগ্রহের শিকার হন তিনি। তাকে দেশে কোন গান করতে দেওয়া হয়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension