আন্তর্জাতিকপ্রধান খবর

পাকিস্তানে তীব্র খাদ্য সংকট

পাকিস্তানে দিন দিন খাদ্য সংকট চরমে উঠছে। রান্নার গ্যাস, ময়দা, গমের পর এবার পাকিস্তানে শুরু হলো পেঁয়াজের আকাল!

গত চার দিনে পেঁয়াজের দাম প্রায় ৫০০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া চাল, ডাল থেকে শুরু করে তেল, পাউরুটি, দুধসহ জ্বালানির দামও অনেকাংশে বেড়েছে।

পাক সংবাদমাধ্যমের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত বছরের ৬ জানুয়ারি পাকিস্তানে এক কেজি পেঁয়াজের দাম ছিল ৩৬.৭০ রুপি। আর এ বছরের ৫ জানুয়ারি পেঁয়াজের দাম ৫০০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে কেজিপ্রতি ২২০ রুপিরও বেশি। শুধু পেঁয়াজ নয়-চাল, ডাল, নুনসহ সবকিছুরই দাম বৃদ্ধি পেয়েছে।

জানা গেছে, ব্রয়লার চিকেনের দাম গত বছরের ৬ জানুয়ারি ছিল ২১০.১০ রুপি। সেখানে এ বছর ৫ জানুয়ারি ব্রয়লার চিকেনের দাম ৮২.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৮৩.৫০ রুপি। একইভাবে ডালের দাম যেখানে গত বছর ছিল কেজিপ্রতি ১৫০ টাকা, সেখানে এ বছর সাড়ে ৫১ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে দাম দাঁড়িয়েছে ২২৮.৪০ রুপি।

আবার ৮০০ গ্রাম নুনের প্যাকেটের গত বছর দাম ছিল ৩২.৯০ রুপি। বর্তমানে সেটির দাম হয়েছে ৪৯.১০ রুপি। বাসমতি চালের দামও ১০০ রুপি থেকে ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৪৬ রুপি। সরিষার তেলের দাম যেখানে গত বছর ছিল ৩৭৪ টাকা, সেটা ৪২ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে হয়েছে ৫৩২.৫০ টাকা।

আবার গত বছর যেখানে এক প্যাকেট পাউরুটির দাম ছিল ৬৫ টাকা, এ বছর সেটার দাম ৩৬.৭০ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮৯ টাকা। অন্যদিকে গত বছর লিটারপ্রতি দুধের দাম ছিল ১১৪.৮০ রুপি। এ বছর সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ১৪৯.৭০ টাকা। খাদ্যদ্রব্যের মতো জ্বালানির দামের গ্রাফও ঊর্ধ্বমুখী।

৬১ শতাংশ ডিজেলের দাম এবং পেট্রোলের দাম ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সবমিলিয়ে এক সপ্তাহের মধ্যে গত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ মুদ্রাস্ফীতি হয়েছে পাকিস্তানে, যা যথেষ্ট উদ্বেগজনক। উল্লেখ্য, দিনকয়েক আগেই পাকিস্তানে ময়দার দাম ২ হাজার রুপি ছাড়িয়েছে। বলা ভালো, দেশজুড়ে ময়দার আকাল দেখা দিয়েছে।

ময়দা কিনতে গিয়ে পদপিষ্ট হয়ে কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। আবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশে প্লাস্টিকের ব্যাগে রান্নার গ্যাস ভরার ছবি প্রকাশ্যে এসেছে। যা দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব।

পাকিস্তানের অবস্থা ক্রমেই শ্রীলংকার মতো হতে চলেছে বলে মনে করছেন অনেকে। যদিও পাক সরকারের তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension