বাংলাদেশ
ফরহাদ মজহার হাসপাতালে ভর্তি
অসুস্থবোধ করায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।
শুক্রবার (০৪ অক্টোবর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দ্যা ডেইলি ক্যাম্পাসকে তথ্যটি নিশ্চিত করেন ‘ভাববৈঠকি’র সমন্বয়ক ও ‘বানান’ পত্রিকার সম্পাদক মোহাম্মদ রোমেল।
তিনি বলেন, ঠান্ডা-কাশি জনিত কিছু সমস্যা নিয়ে কিছুদিন ধরেই ফরহাদ মজহার অসুস্থতায় ভুগছিলেন। গতরাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে আজ সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা করে নিউমোনিয়ার একটি ভাইরাস শনাক্ত করে গিয়েছে।”
ফরহাদ মাজারের একজন সহকারী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত সপ্তাহে চট্টগ্রাম থেকে ফেরার সময়েই তিনি অসুস্থ হতে থাকেন। কফ-কাশির কোনো ভাইরাস আছে বলে তখন থেকেই সন্দেহ হয়েছিল।
ফরহাদ মজহার বর্তমানে হাসপাতালের মেডিসিন বিভাগে ডা. শফিকুর রহমানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন।