প্রবাস
বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে এল ‘হিউম্যানিটি ফর বাংলাদেশ’
গত ৩১ অগাস্ট শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস শহরের ব্রেকরিজ পার্কে অনুষ্ঠিত হয়ে গেল ‘হিউম্যানিটি ফর বাংলাদেশ’ শীর্ষক কালচারাল ইভেন্ট। বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এই ইভেন্টে ডালাসে বসবাসতর শিল্পসাহিত্য কর্মী ও অনুরাগীরা ছাড়াও অংশগ্রহণ করেন নিউ জার্সি ও নিউ ইর্য়ক থেকে সাংস্কৃতিক কর্মীরা।
নির্ধারিত শিল্পী-কুশলী ছাড়াও আগত অতিথিরাও অংশগ্রহণ করেন উন্মুক্ত মঞ্চে। পরিবেশিত হয় দেশাত্ববোধক গান, কবিতা ও উদ্দীপক কথামালা।
অনুষ্ঠানে আগত শুভান্যুধায়ীদের কাছ থেকে সংগৃহীত অর্থ ও বিক্রিত খাবারের মূল্য বাবদ সর্বমোট তিন লাখ ষোল হাজার টাকা বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে মাননীয় প্রধান উপদেষ্টার তহবিলে প্রেরণ করা হয়।