প্রধান খবরভারত

ভারতে ভবন ধস, বহু হতাহত

ভারতের লক্ষ্ণৌ শহরের ট্রান্সপোর্ট নগর অঞ্চলে একটি তিনতলা ভবন ধসে পড়েছে। এতে আজ রোববার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ২৮ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় ধসে পড়া বাণিজ্যিক ভবনটিতে একটি গুদাম ও গাড়ি মেরামতের গ্যারেজসহ বেশ কয়েকটি ছোট প্রতিষ্ঠানের কার্যালয় ছিল।

স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) রোববার সকালে আরও তিনজনের মরদেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করেছে। উদ্ধার অভিযান এখনো চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় সিনিয়র জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, ধ্বংসাবশেষের নিচে কেউ যেন আর আটকা নেই- এটা নিশ্চিত করতে আমরা কাজ করছি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় চার বছর আগে ভবনটি নির্মাণ করা করা হয় এবং এই ঘটনার সময়েও ভবনটির কিছু কাজ চলছিল।

হতাহতের বেশিরভাগই গ্রাউন্ডফ্লোরে কাজ করছিলেন। শনিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে ভবনটি ধসে পড়ে। আহতদের জেলার লোক বন্ধু হাসপাতালসহ বিভিন্ন জায়গায় ভর্তি করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension