প্রধান খবরবাংলাদেশশিক্ষা

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে কাউকে সংবর্ধনা নয়

কাউকে সংবর্ধনা দেয়ার নামে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না বলে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া, নতুন শিক্ষাবর্ষের শিক্ষাপ্রতিষ্ঠানে ৭১ দিন ছুটি নির্ধারণ করে একাধিক বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

সম্প্রতি থেকে শিক্ষাপঞ্জি তৈরি করে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি)। এতে দেখা যায়, পবিত্র রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ), ইস্টার সানডে, বাংলা নববর্ষ, শবে কদর, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশে ২৬ দিন এবং দুর্গাপূজা, লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমায় পাঁচ দিন, বিজয় দিবস, যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন অবকাশে ১৩ দিন ছুটি নির্ধারণসহ মোট ৭১ দিন আগামী বছরের জন্য ছুটি নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে বরাতের ছুটি নির্ধারণ করতে বলা হয়েছে।

এর বাইরে প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত তিন দিন ছুটি নির্ধারিত রয়েছে। অন্যদিকে আগামী বছর একাদশ শ্রেণির ক্লাস পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আগামী ৮ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারির মধ্যে এই স্তরের ভর্তি কার্যক্রম শেষ করতে বলা হয়েছে। বার্ষিক পরীক্ষা ১৬ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে শেষ করা হবে। দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ১৫ মে শেষ হবে। ছুটির দিনপঞ্জিতে আরও বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে প্রতিষ্ঠান ছুটি দেয়া যাবে না।

সংর্বধনা কিংবা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। পাশাপাশি, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস ২১ ফেব্রুয়ারি, ১৭ মার্চ, ২৬ মার্চ, ১৫ আগস্ট ও ১৬ ডিসেম্বর ক্লাস বন্ধ থাকলেও সংশ্লিষ্ট দিবসের বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে দিবসটি উদযাপন করতে হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension