রাজশাহীর তানোর উপজেলায় আলোচিত শহীদুল হত্যা মামলার প্রধান আসামিকে ছয় বছর পর গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার মন্ডলপাড়া গ্রাম থেকে র্যাব-৫ এর সিপিসি-২ সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার ময়েজ উদ্দিন (৫০) তানোর উপজেলার বহরইল গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
র্যাব-৫ এর সিপিসি-২ কোম্পানির উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ‘খুনের পর ময়েজ উদ্দিন ছয় বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলন। পরে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শহীদুলকে হত্যার কথা স্বীকার করেছেন।’
জিজ্ঞাসাবাদ শেষে ময়েজ উদ্দিনকে শনিবার বিকেলে তানোর থানায় সোপর্দ করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কাগাগারে পাঠিয়েছে পুলিশ।
উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে ময়েজ উদ্দিন ও তার সহযোগীরা একই গ্রামের শহীদুলকে (৪১) হত্যার পর মরদেহ ধানখেতে ফেলে পালিয়ে যান বলে অভিযোগ উঠে। এ ঘটনায় শহীদুলের স্ত্রী সফেরা বেগম বাদী হয়ে তানোর থানায় হত্যা মামলা করেন। পরে মামলা তদন্ত করে ময়েজ উদ্দিনকে প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করে ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।