আন্তর্জাতিক

৪০ কোটি বয়স্ক জনগোষ্ঠী নিয়ে বিপজ্জনক অবস্থানে পা দেবে চীন

৪০ কোটি বয়স্ক জনগোষ্ঠী নিয়ে ২০৩৫ সালে এক বিপজ্জনক অধ্যায়ে পা দিবে চীন। চীনে ২০২১ সালে বিবাহিত দম্পতির রেজিস্ট্রেশন সংখ্যা ৮০ লাখের নিচে নেমে আসে। ১৯৮৬ সালের পর এই হার সর্বনিম্ন। ফলে জন্মহার আরও কমবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

চীনে দ্রুত বাড়ছে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা। ২০৩৫ সাল নাগাদ মোট জনসংখ্যার ৪০ কোটিই বার্ধ্যক্যে পৌঁছাবে।

দ্রুত বয়স্ক জনশক্তি বৃদ্ধির এই ‘বিপজ্জনক অধ্যায়ে’র কারণে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির সামনে অসংখ্য নতুন চ্যালেঞ্জ তৈরি হবে বলে জানিয়েছেন চীনের একজন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা।

দেশটি ন্যাশনাল হেলথ কমিশনের এজিং অ্যান্ড হেলথ বিভাগের পরিচালক ওয়াং হেইডং জানান, গত বছর চীনের প্রায় ২৬ কোটি ৭০ লাখ মানুষ ৬০-এর কোঠা পার করে, যা মোট জনসংখ্যার ১৮ দশমিক ৯ শতাংশ।

২০২৫ সালের মধ্যে এই সংখ্যা ৩০ কোটি এবং ২০৩৫ সালের মধ্যে তা ৪০ কোটিতে পৌঁছাবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম চায়না ডেইলি।

২০৫০ সালে চীনের বয়োজ্যেষ্ঠ নাগরিকদের সংখ্যা হবে সর্বোচ্চ। এর ফলে জাতীয় ও সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়ার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে জনসেবা প্রদানও ঝুঁকিতে পড়বে।

একদিকে যেমন চীনের বয়স্কদের সংখ্যা বাড়ছে অন্যদিকে কমছে দেশটির জনসংখ্যা। কমিউনিস্ট দেশের প্রধান চালক শ্রমশক্তি নিয়ে বাড়ছে দুশ্চিন্তা।

টানা পাঁচ বছর ধরে জন্মহার কমার পর গত বছর চীনের জনসংখ্যা পাঁচ লাখেরও কম বৃদ্ধি পেয়ে ১.৪১২৬ বিলিয়নে দাঁড়ায়। জনমিতির বাড়তে থাকা এই সংকট বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটিতে নিশ্চিতভাবেই বিরূপ প্রভাব ফেলতে চলেছে।

চলতি মাসের শুরুতে সরকারি নথিতে দেখা যায়, চীনে ২০২১ সালে বিবাহিত দম্পতির সংখ্যা ৮০ লাখের নিচে নেমে আসে। ১৯৮৬ সালের পর এই হার সর্বনিম্ন। ফলে জন্মহার আরও কমবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া চীনে দেরিতে বিয়ে করার প্রবণতাও বাড়ছে। ফলে তিন সন্তান গ্রহণের যে অনুমতি সরকার প্রবর্তন করেছে সেটিও খুব একটা কার্যকর হবে না বলে বিশেষজ্ঞদের ধারণা।

মূলত ২০১৬ সালে এক দশকের পুরনো এক সন্তান নীতি বাতিল করার পর চীনের জনমিতি সংকটের বিষয়টি সামনে আসে। চীন তখন সব দম্পতিকে দুটি সন্তান নেওয়ার অনুমতি দেয়। গত বছর চীন একটি সংশোধিত জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা আইন পাস করে যেখানে চীনা দম্পতিদের তিনটি সন্তানের অনুমতি দেওয়া হয়।

তবে ক্রমবর্ধমান ব্যয়ের কারণে দম্পতিরা একাধিক সন্তান নিতে অনীহা প্রকাশ করছে। সন্তান ধারণে উৎসাহিত করতে সরকার বেশ কয়েকটি প্রণোদনা ঘোষণা করেছে।

মিনিস্ট্রি অব সিভিল অ্যাফেয়ার্সের ডিপার্টমেন্ট অব এল্ডারলি কেয়ারের ডেপুটি ডিরেক্টর লি ইয়ংজিন বলেন, বয়োজ্যেষ্ঠদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের পরিষেবা সুবিধা বাড়াতে ৫.১২ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত চীনের কমিউনিটি পর্যায়ে প্রায় সমস্ত শহরাঞ্চল ও অর্ধেকের বেশি গ্রামীণ অঞ্চলে বয়স্কদের পরিচর্যা ও সেবাদানের ব্যবস্থা রয়েছে। মার্চ পর্যন্ত দেশটিতে বয়স্ক পরিচর্যা কেন্দ্রের সংখ্যা ছিল তিন লাখ ৬০ হাজারের বেশি।

ডেকান হেরাল্ড

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension