প্রধান খবরযুক্তরাষ্ট্র

করোনাভাইরাসে আক্রান্তের শীর্ষে যুক্তরাষ্ট্র

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস ইতোমধ্যে ১৯৫টিরও বেশি দেশে করোনার অস্তিত্ব শনাক্ত হয়েছে।
 
করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন পর্যন্ত বিশ্বে করোনায় নিহত হয়েছেন ২৪ হাজার ০৮৯ জন।
 
এছাড়া এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩২ হাজার ২৩৭ জন।
 
অপরদিকে, হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৪ হাজার ৩৩১ জন।
 
এ দিকে এ ভাইরাসে আক্রান্তের দিক থেকে চীন-ইতালিকে ছাড়িয়ে এক নম্বরে উঠে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৫৯৪ জন, যা গোটা বিশ্বের মধ্যেই সর্বোচ্চ।
 
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় ১৫ হাজার ৪৬১ জন।
 
আর গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮২ জন। এ নিয়ে সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৯ জন।
 
দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ৮৬৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনও চিকিৎসাধীন ৮০ হাজারের বেশি।
 
এদের মধ্যে অন্তত ২ হাজার ১১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
 
 
যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের প্রায় অর্ধেকই নিউ ইয়র্কে। অঙ্গরাজ্যটি প্রায় ৪০ হাজার মানুষের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস ধরা পড়েছে। ♦
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension