
কাতারের পাইলটদের প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে নতুন ঘাঁটি নির্মাণের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র কাতারের পাইলটদের প্রশিক্ষণের জন্য আইডাহোতে একটি বিশেষ স্থাপনা নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে মার্কিন সেনাবাহিনী। শুক্রবার এ ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আইডাহো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। ১৮৯০ সালে যুক্তরাষ্ট্রের ৪৩তম অঙ্গরাজ্য হিসেবে আইডাহো অন্তর্ভুক্ত হয়।
প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নতুন এই স্থাপনার নির্মাণব্যয় কাতারই বহন করবে। হেগসেথের কার্যালয় বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানালেও বলেছে, সচিবের বক্তব্যের বাইরেও কিছু জানানোর নেই।
কাতারের প্রতিরক্ষামন্ত্রীর সফরকালে দেওয়া ঘোষণায় হেগসেথ বলেন, মাউন্টেন হোম এয়ার ফোর্স ঘাঁটিতে নির্মিতব্য এই স্থাপনায় কাতারের এফ-১৫ যুদ্ধবিমান ও পাইলটরা অবস্থান করবে। যেখানে ‘আমাদের যৌথ প্রশিক্ষণ, আক্রমণক্ষমতা এবং পারস্পরিক কার্যক্ষমতা বৃদ্ধিতে’ সহায়ক হবে।
এই ঘোষণাটি এমন এক সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন। যেখানে কাতারকে রক্ষায় প্রয়োজন হলে সামরিক ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আল-উদেইদকে কেন্দ্র করেই এই অঙ্গীকার করা হয়।
পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের আয়োজন নতুন কিছু নয়।
এর আগে বহু দশক ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্রদের জন্য এ ধরনের ঘাঁটি নির্মিত হয়েছে। ইতিমধ্যেই আইডাহোর এই ঘাঁটিতে সিঙ্গাপুরের একটি ফাইটার স্কোয়াড্রন রয়েছে।
সম্প্রতি গাজা যুদ্ধ বন্ধে হামাস এবং ইসরায়েলের মধ্যে সর্বশেষ যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গ্যাসসমৃদ্ধ ক্ষুদ্র দেশ কাতার। গত মাসে হামাসের প্রতিনিধিরা দোহায় অবস্থানকালে ইসরায়েল থেকে আকস্মিক হামলার শিকার হয় শহরটি।
এ ছাড়া কাতার প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘এয়ার ফোর্স ওয়ান’ ব্যবহারের জন্য একটি ৪০০ মিলিয়ন ডলারের জাম্বো জেট উপহার দিয়েছিল।
তবে কাতার ও যুক্তরাষ্ট্রের সামরিক বিমান সংক্রান্ত সম্পর্ক নতুন নয়। ২০২০ সালে যুক্তরাষ্ট্র কাতারকে ৩৫টিরও বেশি এফ-১৫ যুদ্ধবিমান বিক্রির চুক্তি করে। পরে ২০২২ সালে এক পরিবেশগত সমীক্ষায় দেখা যায়, মাউন্টেন হোম এয়ার ফোর্স ঘাঁটিতে কাতারের ১২টি এফ-১৫ যুদ্ধবিমান এবং প্রায় ৩০০ জন কাতার ও মার্কিন বিমান বাহিনীর সদস্য রাখার উপযোগী একটি স্থাপনা নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছিল।
সূত্র : এপি