এম এইচ মুকুল
ঝমঝমিয়ে আষাঢ় এলো
বিল ভরেছে জলে,
নয়া পানি বান ডাকে আর
গড়গড়িয়ে চলে।
খোকাখুকি মনের সুখে
তাকধিনাধিন নাচে,
মরা গাঙের মাছগুলো সব
হাঁফ ছেড়ে তাই বাঁচে।
পাতার ফাঁকে ঝলকে ওঠে
কদম ফুলের হাসি,
জানান দেয় গো আষাঢ় তোমায়
বড্ড ভালোবাসি।
ঘুম পাড়ানি আষাঢ় চলে
গাঁয়ের পথটি ধরে,
অলস দুপুর খেলা করে
ক্লান্ত চাষির ঘরে।
আধো ভেজা বিড়াল ছানা
ওম চায় চাষির কাছে,
খুব যতনে বিলায় চাষি
সুখ যত তার আছে।
আষাঢ় এলো কবির খাতায়
হাজার কথা নিয়ে,
লিখতে ছড়া সোঁদা মাটির
খাঁটি নির্জাস দিয়ে।